Ashraf Al Deen / আশরাফ আল দীন

পশ্চিম আফ্রিকার প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ সিয়েরা লিয়ন এক দশক স্থায়ী গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত হয়। নিহত ও আহতদের বাদ দিয়েও সে দেশের বিপুল সংখ্যক শিশু-কিশোরের জীবন বিপর্যস্ত ও তছনছ হয়ে পড়ে। কারণ তারা পরিস্থিতির শিকার হয়ে চাইল্ড সোলজার বা শিশু সৈনিকে পরিণত হয়েছিল। অবুঝ নির্মমতায় তারা অত্যাচার চালিয়েছে অন্যদের ওপর, আবার নিজেরাও হয়েছে নিষ্ঠুরতার শিকার। যুদ্ধশেষে সকল প্রকার ফায়দা লুটেছে বড়রা। কেবল চাইল্ড সোলজাররাই ফিরে যেতে পারেনি জীবনের স্বাভাবিকতায়। ওরা বঞ্চিত হয়েছে নানাভাবে। সিয়েরা লিয়নের আইভান মাত্র দশ বছর বয়সেই যুদ্ধের আবর্তে জড়িয়ে পড়েছিল চাইল্ড সোলজার হিসেবে। সশস্ত্র যুদ্ধের সব ধরনের অমানবিকতা ও নৃশংসতার অভিজ্ঞতা অর্জন করে সে। অবশেষে বিশ বছর বয়সে যুদ্ধাহত হয়ে সে ছিটকে পড়ে জীবনের সব স্বস্তি থেকে। শেষ পর্যন্ত কী প্রতিদান পেল সে? এরই পুঙ্খানুপুঙ্খ বিবরণ আইভান রজার্সের আত্মজীবনীমূলক গ্রন্থ দ্য চাইল্ড সোলজার। অনুবাদক আশরাফ আলী দীনের জন্ম চট্টগ্রামে, ২রা মে ১৯৫৪ সালে। তিনি মূলত কবি ও ছড়াকার। তার কাব্যগ্রন্থ নির্জন এসেছিল আজ প্রকাশিত হয় ১৯৮৭ সালে এবং রাত বাড়তে থাকে ১৯৯০-এ। পত্রপত্রিকায় তার বেশ কিছু গল্প ও অনুবাদ-সাহিত্য প্রকাশিত হয়েছে। তিনি গবেষণাকর্মেও সম্পৃক্ত। ভ্রমণ করেছেন ভারত, সৌদি আরব, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সিয়েরা লিন, সেনেগাল যুক্তরাজ্য। চাইল্ড সোলজারদের সাথে সরাসরি যোগাযোগের পাশাপাশি এ বিষয়ে নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুযোগ হয়েছে তার। এই গ্রন্থ রচনা সেই অভিজ্ঞতারই প্রত্যক্ষ ফসল।

Books by Ashraf Al Deen / আশরাফ আল দীন