
প্রেসার আছে
আশরাফ আল দীন কোন দলে? তিনি বলেন, আমি কোন্দলে নেই। সে কারণেই তিনি ইঙ্গিত-ধর্মী লেখার আওতায় ছাড় দেন না কাউকেই। লক্ষ জীবনের দামে কেনা স্বাধীনতা আমাদের। চৌদ্দ কোটি মুখ। অশিক্ষা, অভাব, অপরাধ ও অরাজকতা কোনটাই কম নয়; যথেষ্টরও বেশি। আমাদের দেশে বিত্ত গড়ার প্রতিযোগিতায় ধর্মের শিক্ষাও পরিণত হয় বাগাড়ম্বরে। অন্যপক্ষে, জনগণের এক বিরাট অংশ, উঠতি মধ্যবিত্তের সীমাহীন চাহিদার বিপরীতে কারো হাতে নেই আলাদীনের জাদুর চেরাগ। তাই ব্যর্থতার দায় দেখিয়ে কলমের খোঁচা দেয়াটা কঠিন কাজ বলে মনে করেন না আশরাফ আল দীন। আশরাফ আল দীন লেখালেখি করেন ছেলেবেলা থেকেই কিন্তু তাই বলে ছেলে-মানুষের জন্যে এসব লেখা নয়। বরং সে সব বড়দের জন্যে, যারা লিখিয়েদের ছেলে-মানুষীও অবলীলায় হজম করতে পারেন। দীর্ঘদিন ধরে তিনি বড়দের জন্য ছড়া লিখছেন। আশরাফ আল দীনের মতে, গণতন্ত্রে এটুকু সুবিধা অন্তত আছে যে, লেখা যায়।