
শব্দের ছড়া
শিশুতোষ ছড়া রচনার মাধ্যমেই লেখালেখি শুরু করেছিলেন কবি আশরাফ আল দীন। চর্চা শুরু হয়েছিল প্রথমে (সেটা ’৬৭-’৬৮ সালে) চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ‘আগামীদের আসর’-এর মাধ্যমে এবং পরে রাজধানি থেকে প্রকাশিত দৈনিক সংবাদের ‘খেলাঘর’ হয়ে অন্যান্য পত্রিকা ও লিটল ম্যাগাজিনের পাতায়। লেখালেখি ও গবেষণাকর্মে ব্যস্ত থাকলেও তিনি ভালবাসেন শিশুদের জন্যে ছড়া লিখতে। তাঁর ছড়ায় শিশুদের স্বপ্ন-বিলাস যেমন প্রশ্রয় যায়, তেমনি নানা বর্ণের রঙ ছড়িয়ে যায় মেঘ, বৃষ্টি, বন্যা ও গ্রাম-বাংলার প্রতিবেশ। তিনি মনে করেন মিশুদের মানস গঠনে ছড়া একটি মোক্ষম হাতিয়ার। তাই ছড়ায় তিনি অনায়াসে তুলে আনেন আমাদের স্বাধীনতা ও দেশপ্রেম। কোন কোন ছড়া তাই সহজেই পাঠকের দমনেিত ঘুনগুনিয়ে গেয়ে ওঠে। দীর্ঘদিন ধরে সাহিত্যের নানা অঙ্গনে বিচরণ করছেন আশরাফ আল দীন। কবিতা, গল্প ভ্রমণ বিষয়ে তাঁর বেশ ক’টি বই প্রকাশিত হলেও ‘শব্দের ছড়া’ই তাঁর প্রথম শিশুতোষ ছড়ার বই।