S M Rana / এস এম রানা

এস এম রানার জন্ম ১৯৮০ সালে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে। বাবা মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ও মা মায়মুনা খাতুনের দ্বিতীয় সন্তান।কলেজজীবন থেকে তাঁর সাংবাদিকতা শুরু। ২০০১-২০০৯ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোর সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে দৈনিক প্রথম আলোর সেরা সাংবাদিক পুরস্কার পান। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে দৈনিক কালের কণ্ঠে যোগ দেন। বর্তমানে চট্টগ্রাম ব্যুরো অফিসে স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন। ২০১৪ সালে কালের কণ্ঠের সেরা প্রতিবেদক মনোনীত হন।তাঁর সহধর্মিণী শিক্ষিকা আফরোজা বেগম রুমি এবং দুই সন্তান এস এম নাঈমুর রহমান রাফী ও এস এম নূর রহমান সাফী লেখালেখির শুরুতে তাঁর একাধিক ফিচার চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তিনি গল্প-কবিতাও লেখেন। এ ছাড়া বেশ কিছু ভ্রমণ কাহিনি, ছোটগল্প ও কবিতা দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিনসহ পত্র-পত্রিকা ও সাময়িকীতে ছাপা হয়। এ ছাড়া একটি দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত সমর্পিত নামের উপন্যাস পাঠকমহলে বেশ সমাদৃত হয়। উপন্যাসটি প্রকাশের অপেক্ষায় আছে।প্রকাশিত গ্রন্থ : আমাদের দুবাইওয়ালা, সংবাদের জন্মকাহিনি, রোহিঙ্গা নিপীড়িত ভূমিপুত্র, সংবাদের অন্দরমহল থেকে।

Books by S M Rana / এস এম রানা