Image Description

নরঘাতী প্রেম

৳440
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0593-0
Edition 1st
Pages 180

একটু সুখের আশায়, পরিবার-পরিজনকে ভালো রাখার জন্য অনেক বাংলাদেশি শ্রমজীবী প্রবাস জীবন যাপন করছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে শক্ত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত। সেই প্রবাসীদের ঘরেই কোনো কোনো সময় ঢুকে পড়ে দুর্বৃত্ত। কখনো আত্মীয়স্বজন পরিচয়ে, কখনো-বা গৃহশিক্ষক বা পারিবারিক বন্ধু পরিচয়ে। এতে গৃহিণীরা কাবু হন বা কাবু করেন। দুই পক্ষের মধ্যে যোগাযোগ তৈরি হয়। তারপর পারিবারিক বন্ধুর ছদ্মাবরণেই শুরু হয় প্রেম প্রেম খেলা। এই খেলা চলে লোকচক্ষুর অন্তরালে, আড়ালে আবডালে। এই খেলার দুই খেলোয়াড় বুঝেশুনেই বন্ধনহীন সম্পর্ক শুরু করেন। বলা চলে এ ধরনের প্রেমলীলার মূল আকর্ষণ শরীর। সামাজিক বন্ধনহীন শুধুমাত্র শারীরিক টানে তৈরি হওয়া সম্পর্কে এক সময় বিচ্ছেদ শুরু হয়। বিচ্ছেদ থেকে বিরহ বেদনা। আবার কখনো-বা ব্যাঘ্ররূপ ধারণ করে দানবীয় কাণ্ড ঘটিয়ে ফেলেন কেউ কেউ। যার শেষ পরিণতি দ্বন্দ্ব-সংঘাত ও খুনোখুনি। সামাজিক ও ধর্মীয় বন্ধনহীন অসম সম্পর্কের জেরে পোড়ে একাধিক পরিবার। কখনো কখনো নিষ্পাপ শিশু-কিশোররাও খুনের শিকার হয়। এ থেকেই শুরু হয় মামলা এবং দৌড়াতে হয় আদালত-জেলে। মাঝপথে পারিবারিক-সামাজিক মর্যাদা ও সম্মান নিঃশেষ হয়ে যায়। সমাজে পর্দার অন্তরালে চলমান অসংখ্য অসম প্রেমের কাহিনির ভেতর থেকে একটি কাহিনি তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। আশা করি উপন্যাসটি পড়ে পাঠকমহল চলমান সমাজব্যবস্থার একটি নেপথ্য চিত্র খুঁজে পাবেন। নিজেরা সচেতন হবেন এবং অন্যদেরও সচেতন করে তুলবেন যাতে কেউ সমাজবিরুদ্ধ পথে না হাঁটেন। অপরাধ বিষয়ক সাংবাদিক ও লেখক এস এম রানা চলমান সমাজের অপরাধ গলিতে হেঁটে হেঁটে এই উপন্যাসের ঘটনাক্রম খুঁজে বের করেছেন। তাঁর বলিষ্ঠ লেখনীতে উঠে এসেছে সমাজের অন্ধকার গলির প্রকৃত অপরাধচিত্র। আমাদের সমাজে পর্দার অন্তরালে আসলে কী হচ্ছে, পাঠক তা খুঁজে পাবেন এই উপন্যাসে। আশা করছি, পাঠকমহলের হৃদয়গ্রাহী হবে নরঘাতী প্রেম নামক এই উপন্যাস।

S M Rana / এস এম রানা

এস এম রানার জন্ম ১৯৮০ সালে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া গ্রামে। বাবা মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ও মা মায়মুনা খাতুনের দ্বিতীয় সন্তান।কলেজজীবন থেকে তাঁর সাংবাদিকতা শুরু। ২০০১-২০০৯ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোর সাতকানিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে দৈনিক প্রথম আলোর সেরা সাংবাদিক পুরস্কার পান। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে দৈনিক কালের কণ্ঠে যোগ দেন। বর্তমানে চট্টগ্রাম ব্যুরো অফিসে স্টাফ রিপোর্টার পদে কর্মরত আছেন। ২০১৪ সালে কালের কণ্ঠের সেরা প্রতিবেদক মনোনীত হন।তাঁর সহধর্মিণী শিক্ষিকা আফরোজা বেগম রুমি এবং দুই সন্তান এস এম নাঈমুর রহমান রাফী ও এস এম নূর রহমান সাফী লেখালেখির শুরুতে তাঁর একাধিক ফিচার চট্টগ্রামের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। তিনি গল্প-কবিতাও লেখেন। এ ছাড়া বেশ কিছু ভ্রমণ কাহিনি, ছোটগল্প ও কবিতা দেশ-বিদেশের বিভিন্ন ম্যাগাজিনসহ পত্র-পত্রিকা ও সাময়িকীতে ছাপা হয়। এ ছাড়া একটি দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত সমর্পিত নামের উপন্যাস পাঠকমহলে বেশ সমাদৃত হয়। উপন্যাসটি প্রকাশের অপেক্ষায় আছে।প্রকাশিত গ্রন্থ : আমাদের দুবাইওয়ালা, সংবাদের জন্মকাহিনি, রোহিঙ্গা নিপীড়িত ভূমিপুত্র, সংবাদের অন্দরমহল থেকে।