উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। জন্ম ১৮৬৩ সালের ১০ই মে (বাংলা ১২৭০, ২৭শে বৈশাখ) ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে শিশুদের জন্য তিনি গল্প, নাটক, কবিতা, গান, বৈজ্ঞানিক প্রবন্ধ রচনার পাশাপাশি অনেক ছবি এঁকেছেন । তিনিই প্রথম শিশুদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে সাহিত্য রচনা করেন। বিখ্যাত সন্দেশ নামের শিশু-পত্রিকাটি তিনি সম্পাদনা করতেন। টুনটুনির বই, গল্পমালা, ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, সেকালের কথা, জন্তু-জানোয়ার এসব তাঁর বিখ্যাত বই। তিনি ১৯১৫ সালের ২০শে ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে মারা যান ।
বাংলা শিশু-সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক সুকুমার রায় তাঁর বড়ছেলে । বিখ্যাত শিশু-সাহিত্যিক সুখলতা রাও তাঁর মেয়ে । তাঁর আরেক মেয়ে পুণ্যলতা এবং অন্য দুই ছেলে সুবিনয় ও সুবিমল তাঁরাও লেখক ছিলেন । আবার বিশ্বখ্যাত চলচ্চিত্রকার ও লেখক সত্যজিৎ রায়ের বাবা হচ্ছেন সুকুমার রায় । এমন লেখক-পরিবার বাঙালীদের মধ্যে খুব বেশি নেই ।