Khaled Belal / খালেদ বেলাল

খালেদ বেলাল। কথা শিল্পী ও সাংবাদিক। জন্ম সন্দ্বীপ-এর বাউরিয়া গ্রাম। ষাটের দশকে সাংবাদিকতা দিয়ে পেশার শুরু। দৈনিক ও সাপ্তাহিকী মিলিয়ে ডজনখানেক পত্র-পত্রিকায় লেখালেখি। তথ্য দপ্তরের সিনিয়র তথ্য অফিসার পদে সরকারি চাকরি। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-প্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ। লেখালেখির প্রিয় বিষয়ঃ বিচিত্র চরিত্র চিত্রণ এবং স্মৃতিচারণা। প্রকাশিত গ্রন্থঃ নৈঃশব্দে পদধ্বনি, ক্ষমা চাই শরিফার মা, অন্য এক বিশাখা চৌধুরী, আমৃত্যু পূর্ণিমা জামান, স্মৃতির লাশ মর্গে। সম্পাদনাঃ ফ্যালকনরি ইন দ্যা হিলস, হেরার দ্যুতি, বসন্তে বৈশাখী ঝড়, অন্ধকারে সূর্যোদয়। তাঁর অসামান্য ভাষাশৈলী পাঠককে মোহাবিষ্ট করে সহজেই। লেখালেখিতে এখনো সচল।

Books by Khaled Belal / খালেদ বেলাল