Image Description

মরাগাঙে ডুবসাঁতার

৳75
Format Hardcover
Language Bangla
ISBN 984 8193 02- X
Edition 1st
Pages 128

সব স্মৃতি সুখাবহ নয়। তবু মনে মস্তিষ্কে এর সোৎসাহ লালন মানবচরিত্রের একটি সহজাত বৈশিষ্ট্য। স্মৃতি অনুভবের আর্শিতে প্রতিবিম্বিত সুখ দুঃখ, বিরহ বেদনা, প্রেম ভালোবাসার ভাঙ্গা ভাঙ্গা চিত্র মাত্র। ওটা লিপিবদ্ধ করার বিষয় নয় মোটেও। তবু কেউ কেউ তা করে থাকনে। যেমন করা হয়েছে ‘মরাগাঙে ডুবসাঁতার’ গ্রন্থে। স্মৃতির পর্দায় বাঙময় হয়ে ওঠে কতো প্রিয় মুখ, পাওয়ার আনন্দ, হারানোর বেদনা, অনভিপ্রেত ঘটনা দুর্ঘটনা। অমরা কখনো কাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির সহায়ক হই। আবার কখনো হতে হয় অবাঞ্ছিত অবস্থার শিকার। সবকিছু মিলিয়েই তো জীবন। সে জীবন সব সময় চলমান। অলস মুহূর্তে অতীতকে আমরা বর্তমানে নিয়ে আসি। কিন্তু বর্তমানকে পেছনে নিয়ে যেতে পারি না। এটা আমাদের মস্তবড়ো একটা ট্রাজেডি। কি কারণে জানি না, অতীতের প্রতি আমাদের আকর্ষণ দুর্নিবার। হয়তো সে জন্যই স্মৃতিচারণায় এতো আনন্দ, সুখ সুখ ভাব। কি আশ্চর্য, ফেলে আসা দিনের দুঃখ বেদনার স্মৃতিতেও যেন পুলকিত হওয়ার উপকরণ থাকে! সময়ের ব্যবধানে স্মৃতির পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে। মহাকালের মরাগাঙে ডুবসাঁতার দিয়ে ওগুলোর কিছু কিছু উদ্ধার করা গেলেও পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হলো না। তবুও মরাগাঙে ডুবসাঁতার দিতে পেরে আমি মোটামুটি খুশি। অ্যাডর্ন পাবলিকেশন এর পরিচালক প্রিয়ভাজন সৈয়দ জাকির হোসাইন এবং বিশিষ্ট ছড়াকার, এক সময়ের সহকর্মী সাংবাদিক নূর মোহাম্মদ রফিক এর নিকট আমি কৃতজ্ঞ। তাঁরা সাহার্য সহযোগিতা না করলে আমার এ প্রয়াস সফল হতো না।

Khaled Belal / খালেদ বেলাল

খালেদ বেলাল। কথা শিল্পী ও সাংবাদিক। জন্ম সন্দ্বীপ-এর বাউরিয়া গ্রাম। ষাটের দশকে সাংবাদিকতা দিয়ে পেশার শুরু। দৈনিক ও সাপ্তাহিকী মিলিয়ে ডজনখানেক পত্র-পত্রিকায় লেখালেখি। তথ্য দপ্তরের সিনিয়র তথ্য অফিসার পদে সরকারি চাকরি। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-প্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ। লেখালেখির প্রিয় বিষয়ঃ বিচিত্র চরিত্র চিত্রণ এবং স্মৃতিচারণা। প্রকাশিত গ্রন্থঃ নৈঃশব্দে পদধ্বনি, ক্ষমা চাই শরিফার মা, অন্য এক বিশাখা চৌধুরী, আমৃত্যু পূর্ণিমা জামান, স্মৃতির লাশ মর্গে। সম্পাদনাঃ ফ্যালকনরি ইন দ্যা হিলস, হেরার দ্যুতি, বসন্তে বৈশাখী ঝড়, অন্ধকারে সূর্যোদয়। তাঁর অসামান্য ভাষাশৈলী পাঠককে মোহাবিষ্ট করে সহজেই। লেখালেখিতে এখনো সচল।