Mohammad Rishad Huda / মুহম্মদ রিশাদ হুদা

মুহম্মদ রিশাদ হুদা। জন্ম ২রা ফেব্রুয়ারি ১৯৮৫ সালে ঢাকার ধানমণ্ডির মেহেরুন্নেসা ক্লিনিকে। বাবা প্রখ্যাত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। মা অবসরে যাওয়া শিক্ষিকা শাহানা চৌধুরী। স্ত্রী ফারহানা আহমেদ কাজ করছেন একটি বেসরকারী উন্নয়ন সংস্থায়। কবি রিশাদ পেশায় একজন সাংবাদিক। বর্তমানে ইনডিপেনডেন্ট টেলিভিশনে কর্মরত আছেন জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে।

মানবতার পক্ষে সচিত্র প্রতিবেদন তৈরী করেন তিনি। তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ দুর্নীতি দমন কমিশন তাঁকে ২০১৪ সালে দেয় 'দুদক মিডিয়া অ্যাওয়ার্ড'। আদিবাড়ি দরিয়ানগর খ্যাত কক্সবাজার। ছোটবেলা থেকেই গ্রামের বাড়ি আসা-যাওয়ার সুবাদে শৈশব থেকেই প্রকৃতির সাথে কবির নিবিড় বন্ধুত্ব হয়। ভ্রমণ ও সাংবাদিকতার সরে যেতে হয়েছে দেশের আনাচে-কানাচে।

ভ্রমন করেছেন ভারতের অনেক গুলো রাজ্য, মালয়েশিয়া চারটি শহর আর গ্রেট ব্রিটেন। পঞ্চ ইন্দ্রিয়ের পাশাপাশি ষষ্ঠ ইন্দ্রিয় কাজে লাগিয়ে লিখতে চান কবিতা। কবিতার নান্দনিক উচ্চারণের প্রতি তার বিশেষ পক্ষপাত। প্রকাশিত কবিতাগ্রন্থ: ইশারা সভা ও অর্ধেক সুন্দর তুমি।

Books by Mohammad Rishad Huda / মুহম্মদ রিশাদ হুদা