Prof. Dr. Tania Hossain / প্রফেসর ড. তানিয়া হোসেন

প্রফেসর ড. তানিয়া হোসেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ। ৩ জুলাই ঢাকায় জন্ম। বাবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার কাজী শাহাদাৎ হোসেন, মা ফরিদা হোসেন। তাঁরা চার ভাই-বোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স। জাপানে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ইংরেজি ভাষাতত্ত্বে ডক্টরেট। কোচিং সেন্টারে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু। জাপানের প্রাথমিক স্কুলে ইংরেজি শিক্ষা প্রদান, জাতিসংঘে কাজ, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ-কালীন শিক্ষকতা এবং বর্তমানে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ভারতবর্ষে ইংরেজি ভাষার ব্যবহার ও তাৎপর্য সম্পর্কে গবেষণা করেন। রাষ্ট্রের অসম শিক্ষাব্যবস্থা, ভারতবর্ষের সংস্কৃতি ও ঐতিহ্য, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে তাঁর বহু প্রবন্ধ দেশে-বিদেশে নানা জার্নালে প্রকাশিত হয়। বিশ্বের নানা দেশে পেপার উপস্থাপনা করেছেন অসংখ্য, প্রকাশিত বই ১০টি। এর মাঝে রয়েছে কবিতা, উপন্যাস ও ভ্রমণ কাহিনী, হুমায়ূন আহমেদের বই ইংরেজিতে অনুবাদ। শতাধিক রাষ্ট্র ভ্রমণ। বিশ্ব ভ্রমণ পাঁচ বার। ৬০টির ওপর পেপার কনফারেন্সে উপস্থাপন করেছেন। ভ্রমণে বিভিন্ন সমাজের ধারা জানার চেষ্টারত। বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় রত। তিনি ভাষা জানেন চারটি, দোভাষীর কাজও করেন। স্বামী ভারতীয় বংশোদ্ভূত এবং বিমানের পাইলট। এক কন্যাসন্তান তাদের।

Books by Prof. Dr. Tania Hossain / প্রফেসর ড. তানিয়া হোসেন