Hasan Hafiz / হাসান হাফিজ

জন্ম সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে, ১৯৫৫ সালের ১৫ অক্টোবর। শিক্ষা : বি.এ. (অনার্স) এম.এ.(ডাবল)। প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৩০। এর মধ্যে কাব্যগ্রন্থ ৩৯টি। একটি বের করেছে কলকাতার সাংস্কৃতিক খবর। সাহিত্য সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। তার মধ্যে রয়েছে : শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখক সম্মাননা, টোনাটুনি পদক, কবিতালাপ পুরস্কার, এম নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা ইত্যাদি। দীর্ঘ ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায়। দৈনিক বাংলায় সূচনা। যুক্ত ছিলেন দৈনিক জনকণ্ঠ, কলকাতার সাপ্তাহিক দেশ, বৈশাখী টেলিভিশনের সঙ্গে। বর্তমানে দৈনিক আমার দেশ-এর ফিচার সম্পাদক। হাসান হাফিজ জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবনসদস্য। ভ্রমণ করেছেন বিশ্বের ১৫টি দেশ। তার স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। এই দম্পতির একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

Books by Hasan Hafiz / হাসান হাফিজ