Zulfiquar Haidar / জুলফিকার হায়দার

জুলফিকার হায়দার একজন নিষ্ঠ লেখক ও অনুসন্ধিৎসু গবেষক। হৃদয়ের উষ্ণ উত্তাপ থেকে নিরলস শ্রম ও তথ্যে তিনি রূপায়িত ও সমৃদ্ধ করে তোলেন তার লেখার বিষয়বস্তুকে। সমাজ, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি তার প্রিয় বিষয়। প্রতিভাবান এই শ্বদশিল্পী 1956 খ্রিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী কানু তালুকদার, মাতা হাজেরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রী লাভ করেন। এরপর দীর্ঘ 18বছর তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। সাংবাদিকতার সূত্রেরই তার লেখালেখির শুরু। এ পর্যন্ত তার চারটি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি তার পঞ্চম গ্রন্থ। তার লেখা প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে- 1. ঘাটাইলের ইতিহাস ও ঐতিহ্য 2. কৃষক নেতা হাতেম আলী খান 3. বাংলার সশস্ত্র কৃষক সংগ্রাম 4. বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা

Books by Zulfiquar Haidar / জুলফিকার হায়দার