Image Description

টাঙ্গাইলের রাজনীতি ও মুক্তিযুদ্ধ

৳270
Format Paperback
Language Bangla
ISBN 984 70169 0031-0
Edition 1st
Pages 228

বাঙালির স্পন্দিত চেতনার নাম মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালির দীর্ঘ আন্দোলন সংগ্রাম চূড়ান্ত পরিণতি লাভ করে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার জন্য বাংলার দামাল ছেলেরা বুকের রক্তে বাংলার শ্যামল মাটিতে অমিত অজেয় বিক্রমের আল্পনা এঁকে দেয়। অশ্রুভেজা কান্নার স্রোত আর রক্তের সাগর পাড়ি দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হয়। মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও বেদনাবিধুর রক্তাক্ত অধ্যায়। সাতচল্লিশে সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান নামে যে রাষ্ট্রের পত্তন হয়, একাত্তরে সেই রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ অংশ সাম্প্রদায়িকতা পরিহার করে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ভৌগোলিক জাতীয়তার ভিত্তিতে জাতি-ধর্ম-বর্ণ- নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে কাতারবন্দি হয়, প্রাণ দেয়, হাতে হাত মিলিয়ে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। বাঙালির প্রাণ দেয়া-নেয়ার মিলিত ধারায় যে ঐক্য গড়ে ওঠে সে এক অনন্যরাজনৈতিক ইতিহাস। টাঙ্গাইল অঞ্চলের মানুষ সেই উজ্জ্বল ইতিহাসের গর্বিত উত্তরাধিকার, এই ইতিহাস বিনির্মাণে তারাও সমান দাবিদার। এ অঞ্চলের মানুষের সেই সংগ্রামের আলেখ্য তুলে ধরাই ‘টাঙ্গাইলেরর রাজনীতি ও মুক্তিযুদ্ধ’ গ্রন্থটির উদ্দেশ্য।

Zulfiquar Haidar / জুলফিকার হায়দার

জুলফিকার হায়দার একজন নিষ্ঠ লেখক ও অনুসন্ধিৎসু গবেষক। হৃদয়ের উষ্ণ উত্তাপ থেকে নিরলস শ্রম ও তথ্যে তিনি রূপায়িত ও সমৃদ্ধ করে তোলেন তার লেখার বিষয়বস্তুকে। সমাজ, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি তার প্রিয় বিষয়। প্রতিভাবান এই শ্বদশিল্পী 1956 খ্রিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শংকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী কানু তালুকদার, মাতা হাজেরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রী লাভ করেন। এরপর দীর্ঘ 18বছর তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। সাংবাদিকতার সূত্রেরই তার লেখালেখির শুরু। এ পর্যন্ত তার চারটি গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি তার পঞ্চম গ্রন্থ। তার লেখা প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে- 1. ঘাটাইলের ইতিহাস ও ঐতিহ্য 2. কৃষক নেতা হাতেম আলী খান 3. বাংলার সশস্ত্র কৃষক সংগ্রাম 4. বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতা