Mozammel Haque Neogi / মোজাম্মেল হক নিয়োগী

জন্ম 27 অক্টোবর, 1962, গ্রাম : সুরাশ্রম, ডাকঘর : গাংগাইল, থানা : নান্দাইল, জেলা : ময়মনসিংহ মধ্যবিত্তের প্রাচুর্যে দুরন্ত শৈশব। তারপর ভেঙ্গেপড়া এই ঠুনকো প্রাচুর্যের স্তূপে তিরতির করে বেড়ে ওঠা নিরুত্তাপ ও নিষ্প্রভ কৈশোর এবং যৌবন ঝড়ের কবলে পড়ে যেন নিস্তেজ নেতিয়েপড়া কুমড়ো গাছের মতো। কোনোক্রমে শিক্ষা প্রতিষ্ঠান পার হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর লাভ। কৈশোরেই ছড়ার কারুকাজে মুগ্ধ। দু’একটি লিখে ফেলা... তারপর কবিতার কঠিন শিল্পের শিলায় অবোধ নরম হাতের অাঁচড়। দাগ পড়েনি শিল্প বৈচিত্রের বিস্তৃত বলয়ে। কবিতার সুষুপ্তি আকাশে এখন শিশির ঝরার স্তব্ধতা। জীবিকার অশাণিত কাস্তে নিয়ে অনেক মাঠ পেরুনোর মধ্য দিয়েই প্রতশক্ষণের মাঠে পদার্পণ। প্রস্তরখচিত মেঘের আবরণের ওপারে স্তিমিত সূর্যালোক। স্বপ্নের ছায়াদের অদৃশ্য পাঁয়তারায় পেশায় নানা অভিজ্ঞতার বৈচিত্র্যে বৈচিত্র্যময়। মেঘ কখনো কাটেনি। কত না পরিবর্তন। তারপর পেশাগত জীবনের মান উন্নয়নের নেশায়, একটা নিশ্চিন্ত জীবিকার অন্বেষায় এবং বাংলাদেশের প্রশিক্ষণের প্রেক্ষাপটকে বিকশিত ধারায় নেয়ার জন্য দিনের আলোর অন্তরালে রাত্রির নিবিড় সান্নিধ্যে এসব দিনগুলোতে এসব বই লেখার দুর্দান্ত সাহস ও দায়িত্ববোধের অঙ্কুরোদগম। প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পাঁচটি গ্রন্থ যা পাঠকের মন কেড়েছে, এই নিয়ে উপন্যাসের সংখ্যা চারে দাঁড়ালো। একটি গল্পের ও আনকোরা কবিতার তিনটি গ্রন্থেরই দাবী করে। সামাজিক দায়িত্ববোধ থেকেই এই অসীম সাহসিকতার সঙ্গে সাহিত্যের উঠোনে আরও কিছু মজুদ আছে পাঠকের মুখ দেখার অপেক্ষায়।

Books by Mozammel Haque Neogi / মোজাম্মেল হক নিয়োগী