Image Description

গ্রাস

৳150
Format Paperback
Language Bangla
ISBN 984 20 0029-
Edition 1st
Pages 160

উপকূল যেমন উপদ্রুত, ঠিক তেমনি ঐশ্বর্যশালী। 1991 সালের 29 এপ্রিল সর্বনাশী জলোচ্ছ্বাসে প্রায় দেড় লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়, বিলীন করে দেয় জনপদ, মানুষ হয়ে যায় অসহায়। তখন এই উপদ্রুত উপকূলে কাজ করার জন্য এগিয়ে আসে অনেক বেসরকারি সংস্থা। আসাদ ও রুহুলও এমন একটি সংস্থার পক্ষে কাজ করতে এসে নানান টানাপোড়েনের মধ্যে পড়ে। এই টানাপোড়েন উপাদান অফিস, সমাজবাস্তবতা, হৃদ্যতা, মানবিকতা এবং প্রকৃতি। ঘটনাবহুল এই উপন্যাসের পরতে পরতে যেমন আছে মানবিকতা, ঠিক তেমনি আছে তার বিপরীত কুৎসিত কিছু চরিত্রের রূপায়ণ। আসাাদকে কেন্দ্র করে উপন্যাসটি শেষ পর্যন্ত গড়ালেও সঙ্গে রয়েছে আরও তিনটি চরিত্র। জ গড়ালে যেমন পাথর কিংবা নুড়ির জলের সঙ্গে থাকে, ঠিক তেমনি আসাদের পথ চলাতে রুহুল আজিজ, লুনা এবং উলাফূ উপন্যাসের শরীর জুড়ে অনেক স্থানই দখল করে আছে। এরপর আরও একটি মুখ্য বিষয় হল উপকূলীয় অনেক বিষয় মানুষের অজানা রয়েছে তা রুহুল আজিজ ও আসাদের পর্যবেক্ষণমূলক অনুসন্ধানের ফলে অনেক কিছুই চিত্রিত হয়েছে যা অনেক মানুষকেই অজানাকে জানার আনন্দ দিবে। সামগ্রিক দিক থেকে উপন্যাসটি একটি জটিল পথে এগিয়েও ক্রমান্বয়ে সহজ হয়ে এসেছে যা পাঠককে অজানা কাহিনীর আনন্দের খোরাক যোগবে। আসাদ আর রুহুল মধ্য সমুদ্রের রূপ দেখার জন্য জেলেদের সঙ্গে একদিন দীর্ঘদিনের জন্য সমুদ্রপথে পাড়ি জমায়। তারপর ঝড়ের কবলে পড়ে তারা নিরুদ্দেশ হয়। তাদেরকে খোঁজে ফেরে উলাফূ। তারা ফিরে আসবে কি আসবে না এমন একটি প্রশ্নের মুখোমুখি হয়ে উলাফূ দাঁড়ায় সমুদ্রের সৈকতে। সে সমুদ্রে ফুল দিয়ে তাদের জন্য প্রার্থনা করে। এই অজানা কাহিনীর মধ্য দিয়ে উপন্যাসটির পরিসমাপ্তি ঘটে।

Mozammel Haque Neogi / মোজাম্মেল হক নিয়োগী

জন্ম 27 অক্টোবর, 1962, গ্রাম : সুরাশ্রম, ডাকঘর : গাংগাইল, থানা : নান্দাইল, জেলা : ময়মনসিংহ মধ্যবিত্তের প্রাচুর্যে দুরন্ত শৈশব। তারপর ভেঙ্গেপড়া এই ঠুনকো প্রাচুর্যের স্তূপে তিরতির করে বেড়ে ওঠা নিরুত্তাপ ও নিষ্প্রভ কৈশোর এবং যৌবন ঝড়ের কবলে পড়ে যেন নিস্তেজ নেতিয়েপড়া কুমড়ো গাছের মতো। কোনোক্রমে শিক্ষা প্রতিষ্ঠান পার হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর লাভ। কৈশোরেই ছড়ার কারুকাজে মুগ্ধ। দু’একটি লিখে ফেলা... তারপর কবিতার কঠিন শিল্পের শিলায় অবোধ নরম হাতের অাঁচড়। দাগ পড়েনি শিল্প বৈচিত্রের বিস্তৃত বলয়ে। কবিতার সুষুপ্তি আকাশে এখন শিশির ঝরার স্তব্ধতা। জীবিকার অশাণিত কাস্তে নিয়ে অনেক মাঠ পেরুনোর মধ্য দিয়েই প্রতশক্ষণের মাঠে পদার্পণ। প্রস্তরখচিত মেঘের আবরণের ওপারে স্তিমিত সূর্যালোক। স্বপ্নের ছায়াদের অদৃশ্য পাঁয়তারায় পেশায় নানা অভিজ্ঞতার বৈচিত্র্যে বৈচিত্র্যময়। মেঘ কখনো কাটেনি। কত না পরিবর্তন। তারপর পেশাগত জীবনের মান উন্নয়নের নেশায়, একটা নিশ্চিন্ত জীবিকার অন্বেষায় এবং বাংলাদেশের প্রশিক্ষণের প্রেক্ষাপটকে বিকশিত ধারায় নেয়ার জন্য দিনের আলোর অন্তরালে রাত্রির নিবিড় সান্নিধ্যে এসব দিনগুলোতে এসব বই লেখার দুর্দান্ত সাহস ও দায়িত্ববোধের অঙ্কুরোদগম। প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পাঁচটি গ্রন্থ যা পাঠকের মন কেড়েছে, এই নিয়ে উপন্যাসের সংখ্যা চারে দাঁড়ালো। একটি গল্পের ও আনকোরা কবিতার তিনটি গ্রন্থেরই দাবী করে। সামাজিক দায়িত্ববোধ থেকেই এই অসীম সাহসিকতার সঙ্গে সাহিত্যের উঠোনে আরও কিছু মজুদ আছে পাঠকের মুখ দেখার অপেক্ষায়।