মোরশেদ শফিউল হাসানের (জ. ১৯৫৩) পরিচয় প্রধানত প্রাবন্ধিক, গবেষক ও সমালোচক হিসেবে হলেও, ছোটদের জন্যও তিনি নিয়মিত লিখে থাকেন। কিশোরদের জন্য তাঁর উল্লেখযোগ্য বই অবাক নাম ভিয়েতনাম, ফরাসি বিপ্লবের কথা, সেরা মানুষ বড় কাজ, জানতে হলে পড়তে হবে প্রভৃতি।