Momin ul Hoque / মেমিনুল হক

মোমিনুল হক, জন্মস্থান বারাহিপুর, ফেনী (১৯৩৬)। তিনি স্কুল-শিক্ষা পেয়েছেন ফেনীতে এবং কলেজ-শিক্ষা পেয়েছেন চট্টগ্রাম সরকারি কলেজে। বিজ্ঞানে স্নাতক (১৯৫৫) এবং পেট্রোলিয়াম ভূতত্ত্বে স্নাতকোত্তর (১৯৫৭) ডিগ্রি নিয়েছে যথাক্রমে ঢাকা ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (লাহোর) থেকে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও পিটর্সবার্গ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণা-শেষে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন (১৯৬৫)। ১৯৫৫ সালে ভাষাযুদ্ধ এবং অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে তিনি বেশ কিছুদিন ঢাকা জেলেও কাটিয়েছেন। তিনি স্টান্ডার্ড অয়েল কোম্পানির পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক হিসেবে তৎকালীন পাকিস্তানের দুই অংশে ভূতাত্ত্বিক-জরিপে নেতৃত্ব দিয়েছেন (১৯৫৭-১৯৬১)। তিনি অধ্যাপনা করেছেন ইরাক, লিবিয়া, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রে। আমন্ত্রিত অধ্যাপক হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও বক্তৃতা দিয়েছেন। যক্তরাষ্ট্র, যক্তরাজ্য, মস্কো, সিডনি ও টোকিও আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে তিনি গবেষণা-প্রবন্ধ পড়েছেন এবং বিজ্ঞান জর্নালে গবেষণা-প্রবন্ধ লিখেছেন। তিনি প্রকৌশল-ভূতাত্ত্বিক পেশা থেকে ২০০৭ সালে অবসর নিয়ে ফিরে যান তরুণ বয়সের সাহিত্যিক জীবনে। তাঁর প্রথম উপন্যাস ‘অšে¦ষণ’ ছাপা হয়েছিল ১৯৫৮ সালে। এর পর তিনি আর সাহিত্যের দুয়ারে পা দেননি। হাল আমলে তিনি লিখেছেন দুটো গল্প-সংকলন, স্বাতি এক নক্ষত্রের নাম (অ্যাডর্ন, ২০০৯) ও ফেরারি (স্বরব্যঞ্জন, ২০১০) এবং দুটো উপন্যাস, ভাটির যেদেশর যাত্রা (অ্যাডর্ন, ২০০৯) ও উৎসের সন্ধানে (স্বরব্যঞ্জন, ২০১০)। মোট তেরোটি গল্প নিয়ে আলেয়ার আলো গল্প-সংকলন। স্বদেশ ও বিদেশের পটভূমিকায় এই গল্পগুলো বিরচিত। এই গ্রন্থের কিছু গল্প বাংলাদেশের, পশ্চিমবঙ্গের ও যুক্তরাষ্ট্রের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

Books by Momin ul Hoque / মেমিনুল হক