Mohammad Nurul Huda / মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। পিতা: মোহাম্মদ সেকান্দার, মাতা: আঞ্জুমান আরা বেগম। মূলত কবি। তবে কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ ও অনুবাদসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি বিচরণশীল। অতিপ্রজ ও সব্যসাচী এই লেখকের স্বরচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তাঁর প্রিয় ক্ষেত্র কবিতা, নন্দনতত্ত্ব ও লোকবিদ্যা। সৃষ্টিশীলতার নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত এবং পুরস্কৃত।

Books by Mohammad Nurul Huda / মুহম্মদ নূরুল হুদা