Image Description

প্যারিসের দিনরাত্রি

৳100
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0047-8
Edition 1st
Pages 72

প্যারিস রুটে আমার সিট নম্বর ৬৭/এ। জানালার পাশে। আমার পাশের সিটে দুই মাতৃরূপিনী রমণী। একজন সারাক্ষণ বই পড়ছে, অন্যজন চটের উপর লাল সুতা দিয়ে নকশা বুনে চলেছে। জানালার বাইরে আকাশের নীচে পাহাড়ের পর পাহাড়, চূড়ায় চূড়ায় বরফ, পাহাড়ের মাঝখানে উপত্যকা, তাতে সুসজ্জিত মানব-বসতি, মাঝে মাঝে বিশালকায় হৃদ। হঠাৎ জানালার পাশে ভেসে উঠল চাঁদ, আধখানা চাঁদ। প্রবল রোদের মাঝে চাঁদ। আমি কিছুই বুঝতে পারলাম না। তবু তো চাঁদ। মনে পড়ল পঁয়ত্রিশ বছর আগে লেখা নিজের কবিতা : আধখানা দ্বার বন্ধ ছিল আধখানা দ্বার খোলা, আধখানা এই হৃদয় ছিল তোমার জন্য তোলা; দিনদুপুরে স্বপ্ন কবাট হঠাৎ গেল খুলে সময় চেয়ে সময় নিলে পূর্ণ প্রেমের ভুলে। বিমান কর্তৃপক্ষ ঘোষণা দিলো, আমরা প্যারিসের কাছাকাছি এসে গেছি, আপনারা সিট বেল্ট বেঁধে ফেলুন। আমি তার আগে আমার গায়ে কোট চড়াতে গেলাম। পাশের মহিলা আদর করে আমার গায়ে কোট পরিয়ে দিলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ইউ আর লাইক মাই মাদার। ভদ্রমহিলা ফরাসী ভাষা বোঝেন, ইংরেজী কম বোঝেন। তবু মনে হলো বুঝলেন আমার ভাষা, তিনি তৃপ্তির হাসি হাসলেন। পৃথিবীতে মায়ের আদর সর্বত্রই একই রকম। জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের মুখ।

Mohammad Nurul Huda / মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। পিতা: মোহাম্মদ সেকান্দার, মাতা: আঞ্জুমান আরা বেগম। মূলত কবি। তবে কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ ও অনুবাদসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি বিচরণশীল। অতিপ্রজ ও সব্যসাচী এই লেখকের স্বরচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তাঁর প্রিয় ক্ষেত্র কবিতা, নন্দনতত্ত্ব ও লোকবিদ্যা। সৃষ্টিশীলতার নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত এবং পুরস্কৃত।