Manzur Muhammad / মানজুর মুহাম্মদ

মানজুর মুহাম্মদ-এর প্রকৃত নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। জন্ম চট্টগ্রাম মহানগরীর এক প্রাচীন পরিবারে। বেড়ে ওঠা ও শিক্ষা-দীক্ষা প্রাচ্য রাণী চট্টগ্রামের কোলে। মানজুর বর্তমা প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। মানজুর-এর কাব্যচর্চার শুরু কৈশোরে। সেই থেকে কবিতার নানা মাধ্যমে বিচরণ করে রূপের মাঝে অরূপের সাধনায় ‘রূবাঈ’কে গ্রহণ করেছেন। জগৎ সংসারে বস্তুর অন্তরালে অবস্তু এবং দেহ অতিক্রম করা বিদেহ নগর পারে প্রসারিত তাঁর কবি চৈতন্য। যাপিত জীবনের ক্লেদ আর গ্লানি ছাপিয়ে ফোটে যে মানবিক প্রতিভাস তারই সযত্ন সন্ধান কবির উদ্দিষ্ট। চিত্রকলার ক্ল্যাসিক ব্যঞ্জনায় উপমায়নের শিল্পিত সংস্থান এই বই’র লক্ষণীয় দিক। মানজুর মুহাম্মদ-এর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমি এক অনন্ত কবিতা’ (১৯৯৭) ছাত্রজীবনে প্রকাশিত হয়। এরপর ‘জলকাব্য’ (২০০৯) ও ‘ভালোবাসার কবিতা’ ( ২০১০), ‘ দেহপুরের দোঁহা’ (২০১০)। ৩টি ছড়ার বই রয়েছে এই কবির। ‘কাশের কোলে বাতাস দোলে’ (২০১০) ‘ইষ্টি এলো ইষ্টিরে’, ‘ছুটছে তালে ছড়ার ঘোড়া’ (২০১১)।

Books by Manzur Muhammad / মানজুর মুহাম্মদ