Image Description

রুবাইয়াত

৳160
Format Paperback
Language Bangla
ISBN 979 984 20 0291-5
Edition 1st
Pages 112

ফার্সি ভাষার অনবদ্য কাব্য-শৈলী ‘রূবাঈ’ প্রাচ্য-প্রতীচ্যের সাহিত্য পিপাসুদের চিত্ত জয় করেছে। চার লাইনের অপরূপ কাঠামোয় নির্মিত রূবাঈ’র মাঝে বক্তব্যের প্রতীকী প্রকাশ একে দিয়েছে অনবদ্য মধুরিমা। ভারতবর্ষের উর্দু-হিন্দি ছাড়াও পৃথিবীর নানা ভাষায় রূবাঈ চর্চার ব্যাপকতা এর শক্তিমত্তার সূচক। বাংলা ভাষঅর কাজী নজরুল ইসলামসহ বহু কবি সযত্ন প্রচেষ্টায় রূবাঈ রচনা করেছেন। বাংলাদেশে এই আঙ্গিকে কাব্যচর্চায় নিষ্ঠাবান এক শিল্পী মানজুর মুহাম্মদ। এ বই তাঁর কাব্য ভুবনে নবতর নিবেদন। আশা করা যায় এটি পাঠক রুচিতে নতুনতর ব্যঞ্জনার আস্বাদন দেবে।

Manzur Muhammad / মানজুর মুহাম্মদ

মানজুর মুহাম্মদ-এর প্রকৃত নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। জন্ম চট্টগ্রাম মহানগরীর এক প্রাচীন পরিবারে। বেড়ে ওঠা ও শিক্ষা-দীক্ষা প্রাচ্য রাণী চট্টগ্রামের কোলে। মানজুর বর্তমা প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। মানজুর-এর কাব্যচর্চার শুরু কৈশোরে। সেই থেকে কবিতার নানা মাধ্যমে বিচরণ করে রূপের মাঝে অরূপের সাধনায় ‘রূবাঈ’কে গ্রহণ করেছেন। জগৎ সংসারে বস্তুর অন্তরালে অবস্তু এবং দেহ অতিক্রম করা বিদেহ নগর পারে প্রসারিত তাঁর কবি চৈতন্য। যাপিত জীবনের ক্লেদ আর গ্লানি ছাপিয়ে ফোটে যে মানবিক প্রতিভাস তারই সযত্ন সন্ধান কবির উদ্দিষ্ট। চিত্রকলার ক্ল্যাসিক ব্যঞ্জনায় উপমায়নের শিল্পিত সংস্থান এই বই’র লক্ষণীয় দিক। মানজুর মুহাম্মদ-এর প্রথম কাব্যগ্রন্থ ‘তুমি এক অনন্ত কবিতা’ (১৯৯৭) ছাত্রজীবনে প্রকাশিত হয়। এরপর ‘জলকাব্য’ (২০০৯) ও ‘ভালোবাসার কবিতা’ ( ২০১০), ‘ দেহপুরের দোঁহা’ (২০১০)। ৩টি ছড়ার বই রয়েছে এই কবির। ‘কাশের কোলে বাতাস দোলে’ (২০১০) ‘ইষ্টি এলো ইষ্টিরে’, ‘ছুটছে তালে ছড়ার ঘোড়া’ (২০১১)।