Abu Rushd / আবু রুশ্দ্

তিরিশের দশকের শেষে যে ক’জন মুসলিম তরুণ লেখক নিজেদের সাহিত্যিক প্রতিশ্রুতিকে প্রভাবশালী ও উজ্জ্বল করে তোলেন, কথাশিল্পী আবু রুশ্দ্ তাঁদের অন্যতম। বাংলা সাহিত্যে মুসলিম জীবনের সফল উপস্থাপক হিসেবে আবু রুশ্দ্ স্বতন্ত্র সাহিত্যের শক্তিশালী নির্মাতা। ছাত্র-জীবন থেকে শরু করে তিনি আজো অবিরাম লিখে চলেছেন: গল্প-উপন্যাস, কবিতা, অনুবাদ, কলাম, স্বৃতিকথা, আত্মজীবনী, দিনলিপি। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য অনুবাদকর্ম তাহাঁকে সাহিত্যের স্বর্ণশিখরে পৌঁছাতে সক্ষম করেছেন। ইতোপূর্বে তাঁর রচিত গল্পগ্রন্থ ‘বিয়োগবাবা’ সাহিত্যাঙ্গনকে করেছেন আলোড়িত ও চমকিত। এছাড়া ‘বাংলা একাডেমি পুরস্কার’ ‘একুশে পদক’সহ দেশ-বিদেশে বিপুল সম্মান ও সুখ্যাতি অর্জন করেছেন তিনি। পেশাগত জীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি পালন করেছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১৯৭১ সালে ওয়াশিংটনে বাংলাদেশের শিক্ষা কাউন্সিলর থাকাকালে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।

Books by Abu Rushd / আবু রুশ্দ্