Image Description

আবু রুশ্দ্ আত্মজীবনী : জীবন ক্রমশ ॥ ঠিকানা পশ্চিম ॥ এখন বর্তমান

৳440
Format Paperback
Language Bangla
ISBN 984 8193 08-9
Edition 1st
Pages 400

অভিজ্ঞতা সব সময়ই মূল্যবান। আর যদি সে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয় একজন লেখকের গভীরতর অন্তর্দৃষ্টি, তবে তা হয়ে ওঠে হিরন্ময়। লেখক আবু রুশ্দ্ জীবনের একটা বিশেষ প্রান্তে এসে হঠাৎ পেছন ফিরে তাকিয়েছেন। তাঁর প্রাজ্ঞ চোখের মণিতে ঝলসে উঠেছে অনেক মুখ, অনেক কথা, অনেক ঘটনা-দুর্ঘটনা। নদীর ঢেউয়ের মতো যা আর কখনোই ফিরবে না। নদীর ঢেউ ফেরে না। অমিতবিক্রম কোনো রাজন্যের পক্ষেও সম্ভব নয় নদীর ঢেউয়ের গতি স্তব্ধ করা। তবে একজন লেখক পারেন জীবন নদীর ঢেউ তার কলমে কিছুটা হলেও বন্দী করে রাখতে। যেমন পেরেছেন আবু রুশ্দ্ এ বইয়ে।

Abu Rushd / আবু রুশ্দ্

তিরিশের দশকের শেষে যে ক’জন মুসলিম তরুণ লেখক নিজেদের সাহিত্যিক প্রতিশ্রুতিকে প্রভাবশালী ও উজ্জ্বল করে তোলেন, কথাশিল্পী আবু রুশ্দ্ তাঁদের অন্যতম। বাংলা সাহিত্যে মুসলিম জীবনের সফল উপস্থাপক হিসেবে আবু রুশ্দ্ স্বতন্ত্র সাহিত্যের শক্তিশালী নির্মাতা। ছাত্র-জীবন থেকে শরু করে তিনি আজো অবিরাম লিখে চলেছেন: গল্প-উপন্যাস, কবিতা, অনুবাদ, কলাম, স্বৃতিকথা, আত্মজীবনী, দিনলিপি। ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অসংখ্য অনুবাদকর্ম তাহাঁকে সাহিত্যের স্বর্ণশিখরে পৌঁছাতে সক্ষম করেছেন। ইতোপূর্বে তাঁর রচিত গল্পগ্রন্থ ‘বিয়োগবাবা’ সাহিত্যাঙ্গনকে করেছেন আলোড়িত ও চমকিত। এছাড়া ‘বাংলা একাডেমি পুরস্কার’ ‘একুশে পদক’সহ দেশ-বিদেশে বিপুল সম্মান ও সুখ্যাতি অর্জন করেছেন তিনি। পেশাগত জীবনে ইংরেজি সাহিত্যের অধ্যাপনার পাশাপাশি পালন করেছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। ১৯৭১ সালে ওয়াশিংটনে বাংলাদেশের শিক্ষা কাউন্সিলর থাকাকালে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।