Khairul Alam Shabuj / খায়রুল আলম সবুজ

জন্ম ২৪শে ফেব্রুয়ারি ১৯৪৯। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু শিক্ষকতার মাধ্যমে, সেই সূত্রে কিছুদিন দেশের বাইরেও কাটিয়েছেন। বর্তামানে মুক্তপেশার মানুষ। রঞ্চ, বেতার ও টেলিভিশনে নিয়মিত অভিনয়, নাট্য রচনা ও নির্দেশনার কারণে তিনি মূলত নাট্যকর্মী হিসেবে বেশি পরিচিত হলেও লেখালেখি করছেন নিয়মিত। এ পর্যন্ত কুড়িটির মতো নাটক লিখেছেন টেলিভিশনে, যার মধ্যে স্বপ্নবাতায়ন, সমান্তরাল, শ্বেতপারাবত, আত্মজা, গিফ্ট, নীলকণ্ঠ পাখী, সিঁড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোট গল্পের বই তিনটি স্বর্ণলতার বৃক্ষ চাই, বড়োবট ও শকুন এবং পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন। উপন্যাস দিনান্তে দিন। কবিতার বই উপেনের জমি ও শিশু কিশোরদের বই ইতিহাসের বাঁকে বাঁকে প্রভৃতি এবং কিশোর উপন্যাস শোভনের মহারাজ।

Books by Khairul Alam Shabuj / খায়রুল আলম সবুজ