Image Description

শোভনের মহারাজ

৳125
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0551-0
Edition 2nd
Pages 80

শোভনের মহারাজ মানুষের কোনো মহারাজা নয়। ইতিহাসের কোনো পরাক্রমশালী দিগ্বিজয়ী তাও নয়। কুককুটকুলের মহারাজ সে। একটি মোরগ। ডিম থেকে শুরু করে তার স্বাভাবিক মৃতু্্য পর্যন্ত এ কাহিনীর বিস্তৃতি। শোভনের মহারাজ মহারাজই বটে। নামটি শোভনের দাদুই ঠিক করেছিলেন। যথার্থ হয়েছে কিনা সেটা এ কাহিনী পড়লেই বোঝা যাবে। বাড়িতে অতিথি এলেই এই পালিত প্রাণীদের জীবন-সংকট উপস্থিত হয়। তবে মহারাজের জীবন সভা করে সিদ্ধান্ত নিয়েই দীর্ঘায়িত করা হয়েছিল। তবু্ও কোনো জীবনইতো অনন্ত নয় মহারাজ একদিন মরে যায়। তারপরও মহারাজ মহারাজের মতোই জীবনযাপন করেছে এইটুকুই শোভনের সান্ত্বনা।

Khairul Alam Shabuj / খায়রুল আলম সবুজ

জন্ম ২৪শে ফেব্রুয়ারি ১৯৪৯। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরু শিক্ষকতার মাধ্যমে, সেই সূত্রে কিছুদিন দেশের বাইরেও কাটিয়েছেন। বর্তামানে মুক্তপেশার মানুষ। রঞ্চ, বেতার ও টেলিভিশনে নিয়মিত অভিনয়, নাট্য রচনা ও নির্দেশনার কারণে তিনি মূলত নাট্যকর্মী হিসেবে বেশি পরিচিত হলেও লেখালেখি করছেন নিয়মিত। এ পর্যন্ত কুড়িটির মতো নাটক লিখেছেন টেলিভিশনে, যার মধ্যে স্বপ্নবাতায়ন, সমান্তরাল, শ্বেতপারাবত, আত্মজা, গিফ্ট, নীলকণ্ঠ পাখী, সিঁড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোট গল্পের বই তিনটি স্বর্ণলতার বৃক্ষ চাই, বড়োবট ও শকুন এবং পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন। উপন্যাস দিনান্তে দিন। কবিতার বই উপেনের জমি ও শিশু কিশোরদের বই ইতিহাসের বাঁকে বাঁকে প্রভৃতি এবং কিশোর উপন্যাস শোভনের মহারাজ।