Kazi Enayet Hossain / কাজী এনায়েত হোসেন

মূলত নিভৃতচারী প্রচারবিমুখ লেখক। শৈশব থেকে সাহিত্যক্ষেত্রে তাঁর পদচারণা শুরু হলেও আশির দশকে ‘মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে’ গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার পরই তিনি পাঠকের সপ্রশংসা দৃষ্টি আকর্ষণ করেন। এরপর প্রকাশিত হয় ‘অথচ নিত্য পাপী’ ও ‘নির্বাচিত গল্প’। সমাজের বিচিত্র চেনাজানা কুশীলব, যাপিত জীবনের নানা অনুষঙ্গ তাঁর সাহিত্যের উপাদান। গল্পের কাহিনী বিন্যাসে, চরিত্র চিত্রণে তিনি সার্তক ও দক্ষ শিল্পীর পরিচয় রেখেছেন। বরিশঅলে চাখারে তাঁর পৈতৃক নিবাস, জন্ম ১৯৪৬ সালে, বরগুনা জেলার আয়লা গ্রামে মাতুলালয়ে। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতিসেবী মরহুম কাজী সাদাতর রহমানের জ্যেষ্ঠপুত্র। পিতার সুযোগ্য উত্তরসূরি। তিনি সক্রিয়ভাবে সমাজ ও মানব সেবায় একজন নিবেদিতপ্রাণ।

Books by Kazi Enayet Hossain / কাজী এনায়েত হোসেন