Image Description

ধোয়া তুলসী পাতা

৳100
Format Paperback
Language Bangla
ISBN 984 70169 0026-6
Edition 1st
Pages 80

কাজী এনায়েত হোসেন আমাদের কথাসাহিত্যের এক অসাধারণ শিল্পী। তিনি গল্প লেখেন সহজ স্বচ্ছন্দ সাবলীল ভাষায়। তাঁর লেখায় আড়ষ্টতা নেই, পাঠককে জটিলাবর্তে বা গোলকধাঁধায় না-ফেলে সমাজের প্রতিচ্ছবি তাঁর গল্পে প্রতিফলিত হয় অনায়াসে। গ্রাম ও শহুরে মানুষের জীবনকথাকে তিনি আন্তরিকতার সাথে উপস্থাপন করেন, যা পাঠককে সহজেই আনন্দ-বেদনায় আবগাহনের সুযোগ করে দেয়। বোধকরি এজন্যেই তাঁর গল্প অত্যন্ত হৃদয়স্পর্শী, চরিত্রগুলো ও চিত্রিত হয়েছে সংবেদনশীল মমতায়। এ কারণেই এ গ্রন্থের প্রায় গল্পই বেতার-টিভি স্যাটেলাইট মাধ্যমে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে বেশ উপযোগী। কাজী এনায়েত হোসেন ‘রাইটার্স ফোরাম ফর ট্যুরিজম’ এবং ‘গ্রন্থাগার বান্ধব সমিতি’র বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল এবং আরও কয়েকটির সক্রিয় সংগঠক। তিনি ভ্রমণ বিলাসী-জীবনে ঘুরেছেন বহু পথে, দেখেছেন নদী, পাহাড় ও সবুজ অরণ্যানীর অপরূপ স্নিগ্ধতা।

Kazi Enayet Hossain / কাজী এনায়েত হোসেন

মূলত নিভৃতচারী প্রচারবিমুখ লেখক। শৈশব থেকে সাহিত্যক্ষেত্রে তাঁর পদচারণা শুরু হলেও আশির দশকে ‘মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে’ গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার পরই তিনি পাঠকের সপ্রশংসা দৃষ্টি আকর্ষণ করেন। এরপর প্রকাশিত হয় ‘অথচ নিত্য পাপী’ ও ‘নির্বাচিত গল্প’। সমাজের বিচিত্র চেনাজানা কুশীলব, যাপিত জীবনের নানা অনুষঙ্গ তাঁর সাহিত্যের উপাদান। গল্পের কাহিনী বিন্যাসে, চরিত্র চিত্রণে তিনি সার্তক ও দক্ষ শিল্পীর পরিচয় রেখেছেন। বরিশঅলে চাখারে তাঁর পৈতৃক নিবাস, জন্ম ১৯৪৬ সালে, বরগুনা জেলার আয়লা গ্রামে মাতুলালয়ে। তাঁর পিতা বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতিসেবী মরহুম কাজী সাদাতর রহমানের জ্যেষ্ঠপুত্র। পিতার সুযোগ্য উত্তরসূরি। তিনি সক্রিয়ভাবে সমাজ ও মানব সেবায় একজন নিবেদিতপ্রাণ।