ফারুক আলমগীর (২০ সেপ্টেম্বর ১৯৪৩) জন্ম চট্টগ্রামে। কবি ও প্রাবন্ধিক। পেশা : সম্প্রচার সাংবাদিকতা, শিক্ষকতা, মিডিয়া পরামর্শক। মধ্যষাটের কল্লোলিত সময়ে তাঁর উত্থান। ছাত্র আন্দোলন, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন থেকে চলচ্চিত্র সংসদ আন্দোলনে তিনি সক্রিয়ভাবে সেই সময়ে জড়িত ছিলেন। স্যাড জেনারেশনের কবি ফারুক আলমগীর সাম্প্রতিক কাব্যভুবনে তাঁর সৃষ্টিশীল দৃপ্ত পদচারণা অব্যাহত রেখেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : শ্যামলী দেশের ক্ষতপ্রান্তর, স্বপ্নের মধ্যে শৈশব, লোকেশ লৌহিত্য, আমার দিন রাত্রি, অন্ত্যেষ্টি সঙ্গীত : পুনরুত্থানের আগে, অভ্যুত্থানের আগে, এক দুরাত্মার স্বগতোক্তি, মধ্যাহ্নে মুক্তিযোদ্ধার সঙ্গে। শিশুতোষ রচনা : ছোটদের অস্কার ওয়াইল্ড। গদ্যগ্রন্থ : টেলিভিশন চলমান দৃশ্য ও ধ্বনির লাবণ্য, সম্প্রচার সংবাদ : রূপরেখা। তিনি শিশু একাডেমী-অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার,
নিহার গুপ্ত স্মৃতিপদক, উত্তরবঙ্গ সাহিত্য পুরস্কার, মাসিক ফটিকছড়ি সাহিত্য পদক ও টাঙ্গাইল সাহিত্য সংসদের অরণি সাহিত্য পুরস্কার পেয়েছেন।