Faruk Nawaz / ফারুক নওয়াজ

জন্ম ১লা নভেম্বর ১৯৫৮, খুলনা শহরে মাতুলালয়ে। পিতা কাজী মাবুদ নওয়াজ প্রয়াত। মা কাজী জাহানারা। পৈতৃকবাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন মুজদিয়া। পিতামাতার চতুর্থ সন্তান। সৃষ্টিশীল সাংস্কৃতিক পরিবারে জন্ম; বিধায় ছোটবেলাতেই লেখালেখির হাতেখড়ি। পড়াশুনা করেছেন খুলনা, মাগুড়া, যশোর ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ইসলামের ইতিহাস ও বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। প্রাকমুক্তিযুদ্ধ সময়ে পত্রপত্রিকায় কবিতা ছাপার মধ্য দিয়ে যাত্রা শুরু। প্রথম বই বড়োদের কবিতা আগুনের বৃষ্টি (১৯৭৭)। দ্বিতীয় বই ও শ্রেষ্ঠ বিবেচিত গ্রন্থÑকিশোরকাব্য আমার একটা আকাশ ছিলো (১৯৮৮)। এরপর গল্প, উপন্যাস, ইতিহাস-প্রবন্ধ, ছড়া-কবিতা এবং বড়োদের সাহিত্য মিলিয়ে বইয়ের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে অনেক আগেই। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম. নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, মধুসূদন একাডেমী পুরস্কার, ড. শহীদুল্লাহ পাঠাগার সম্মাননা, পূরবী সম্মাননা, প্রিয়জন অ্যাওয়ার্ড, পালক অ্যাওয়ার্ড, ছোটদের মেলা সম্মাননা, নজরুল সাহিত্য পরিষদ পুরস্কার, প্রতীকী সম্মাননাসহ ডজন খানিক। পেশায় সরকারি চাকুরে। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমীর প্রোগ্রাম অফিসার এবং মাসিক শিশু পত্রিকার নির্বাহী সম্পাদক পদে কর্মরত।

Books by Faruk Nawaz / ফারুক নওয়াজ