Shahidullah Faraizee / শহীদুল্লাহ ফরায়জী

শহীদুল্লাহ ফরায়জী সুপরিচিত ও জনপ্রিয় গীতিকবি। জন্ম ময়মনসিংহের তারাকান্দার বকশীমূল গ্রামে। সদা হাস্যময় সাদামনের এ মানুষটি শিল্প জগতের বোদ্ধামহলে এক অতি প্রিয়মুখ। সমাজ বদলের অঙ্গীকারে নিবেদিত চিত্তের একসময়কার তুখোড় রাজনৈতিক কর্মী সুচিন্তিত সিদ্ধান্তেই হাতে তুলে নিয়েছেন কলম। কারণ, ভেবেছেন মানুষের মনোজগতের ইতিবাচক পরিবর্তন ঘটলেই অনিবার্যভাবে আবিভর্‚ত হবে কাক্সিক্ষত জনকল্যাণমুখী সমাজ। এ লক্ষ্যে লিখেছেন অজস্র গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত হয়ে সেসব গান শিহরন জাগিয়েছে অসংখ্য শ্রোতার হৃদয় কন্দরে। তাঁর গানের কথা ও সুর তাদেরকে জাগিয়েছে, ভাবিয়েছে, কাঁদিয়েছে, করেছে হরষিত ও শিহরিত।

Books by Shahidullah Faraizee / শহীদুল্লাহ ফরায়জী