Gazi Saiful Islam / গাজী সাইফুল ইসলাম

গাজী সাইফুল ইসলাম লেখক, অনুবাদক ও গবেষক। জন্ম 07 জানুয়ারি 1965, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা গ্রামে, মামার বাড়িতে। আর বেড়ে ওঠেন নিজ গ্রাম ফুলপুর থানার পুরান্নগরে। তিনি বওলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, নেত্রকোণা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ (ময়মনসিংহ) থেকে অর্থনীতি বিষয়ে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকে লেখালেখি শুরু করলেও প্রথম কবিতা ছাপা হয় ময়মনসিংহের সাপ্তাহিক ‘বাংলার চাষী’ পত্রিকায় 1984 সালে। জাতীয় পর্যায়ে প্রথম কবিতা ছাপা হয় 14 ডিসেম্বর 1986 সালে দৈনিক আজাদ-এর মুকুলের মাহফিলে। এবং 1990 সালে কবি হেলাল হাফিজের সম্পাদনায় তৎকালীন দৈনিক দেশ পত্রিকায় ধারাবাহিক ছাপা হয় প্রথম উপন্যাসিকা ‘স্বাধীনতা’। বর্তমানে সরকারি চাকরির পাশাপাশি দেশের প্রথম শ্রেণীর কাগজগুলোয় নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। দর্শন ও বিশ্বসাহিত্য তাঁর আগ্রহের প্রধান বিষয়। বিশ্ববিখ্যাত কবি লেখকদের গল্প-উপন্যাস অনুবাদের পাশাপাশি তাঁদের বহু সাক্ষাৎকারও অনুবাদ করেছেন তিনি।

Books by Gazi Saiful Islam / গাজী সাইফুল ইসলাম