Shamima Nasreen / শামীমা নাসরিন

শামীমা নাসরিন। জন্ম ১লা সেপ্টেম্বর ১৯৬৪ চট্টগ্রামের বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডীর বিখ্যাত এবং বনেদি কাজী আব্দুল হাকিমের পরিবারে। ব্যাংক কর্মকর্তা বাবা এবং সাহিত্যানুরাগী মায়ের সন্তান শামীমা নাসরিন চার ভাই দুই বোনের সর্বকনিষ্ঠা। পাঠের বিষয়বস্তু অর্থনীতি হলেও মাতৃসূত্রে পাওয়া সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ তাকে ছোটবেলা থেকে তাড়িয়ে বেড়িয়েছে। এই তাড়না থেকেই বিভিন্ন সময় স্কুল এবং কলেজের বিভিন্ন প্রকাশনায় তিনি লেখালেখি করে গেছেন। পেশায় গৃহিণী শামীমা নাসরিন সাংসারিক দায়বদ্ধতায় বেশ কিছুদিন লেখালেখির জগৎ থেকে বিচ্ছিন্ন থাকলেও জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি স্মরণীয় করে রাখার তাগিদে আবার কলম ধরলেন জলতরঙ্গ উপন্যাসটির মাধ্যমে। এই লেখাটির মাধ্যমে তিনি একটি বৃহত্তর পরিবারের উত্থান-পতনের পাশাপাশি অখণ্ড ভারতবর্ষের ইতিহাস এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসও তুলে ধরেছেন।

Books by Shamima Nasreen / শামীমা নাসরিন