humayun Kabir / হুমায়ুন কবির

হুমায়ুন কবির। জন্ম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি গ্রামে ১৯৫৯ সালে। বাবা জালাল আহমেদ ও মা জফুরা বেগম। লেখালেখি শুরু ছাত্রাবস্থায়। বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। মাঝে দীর্ঘ বিরতি। পুনরায় ফিরে এলেন লেখালেখির ভুবনে। কবিতা, উপন্যাসসহ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর ছয়টি বই। ইতিপূর্বে প্রকাশিত তাঁর উপন্যাস কানফুল, মেঘনাপারের শেফালী ও কবিতা অন্তহীন দীর্ঘশ্বাস পাঠক সাদরে গ্রহণ করেছে। বর্তমানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হুমায়ুন কবির নোয়াখালী কলেজ থেকে স্নাতক পাস করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়া হয়নি। স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেছেন সাংবাদিকতায়। তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক। তারা হলো যথাক্রমে সালমা ফৌজিয়া সুমি, শারমিন ফৌজিয়া ও সাইফুল কবির সোয়েব। স্ত্রী নাজমুন নাহার গৃহিণী।

Books by humayun Kabir / হুমায়ুন কবির