A.B.M. Rezaul Karim Faquire / এ.বি.এম. রেজাউল করিম ফকির

১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে জাপানি ভাষা ও সংস্কৃতির অধ্যাপক হিসেবে কর্মরত, মূলত একজন ভাষা গবেষক। তাঁর গবেষণার অন্যতম বিষয়বস্তু হলো ভাষা তুলনা, ভাষা বিবর্তন, ভাষা সংসর্গ, ভাষা নীতি, ভাষা রাজনীতি এবং ভাষা শিখন ও আয়ত্তকরণ। তাঁর ডাকনাম মাসুদ।

Books by A.B.M. Rezaul Karim Faquire / এ.বি.এম. রেজাউল করিম ফকির