Shahadat Parvez / সাহাদাত পারভেজ

খ্যাতিমান আলোকচিত্রী, আলোকচিত্রকলার শিক্ষক ও পরামর্শক। জ§ ১৯৭৭ সালের ৮ অক্টোবর, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে। কিশোর বয়স থেকেই লেখালেখির শুরু। এই সময় ছবি তোলার নেশাও পেয়ে বসে। একসময় মনে হয়, আলোকচিত্রই উপযুক্ত পেশা। পাঠশালাÑদ্য সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে ফটোসাংবাদিকতা বিষয়ে পড়াশোনা। প্রথম আলোর জ্যেষ্ঠ চিত্রসাংবাদিক। পেয়েছেন আশাহি সিম্বুন স্বর্ণপদক, এশিয়া প্রেস ফটো স্বর্ণপদক, এশিয়া প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেসকো পদকসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার। কবিতার বই যে ছবি হƒদয়ে আঁকা প্রকাশিত হয় ১৯৯৫ সালে, কলেজে পড়ার সময়। ২০১২ সালে প্রকাশিত হয় ফটো অ্যালবাম শতবর্ষের পথিক। ২০১৫ সালে প্রকাশিত হয় গবেষণধর্মী গ্রন্থ শেকড়ের খোঁজে।

Books by Shahadat Parvez / সাহাদাত পারভেজ