Mahbubul Hassan / মাহবুবুল হাসান

মাহবুবুল হাসান মূলত ছড়াকার। একসময় দু’হাতে ছড়া লিখেছেন। ১৯৭৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত টইটম্বুর নামে ছড়া সঙ্কলন সম্পাদনা করেছেন। পরে হাত দেন ছড়া বিষয়ক আলোচিত লিটল ম্যাগাজিন ছড়া পত্রিকা সম্পাদনায়। তার বইয়ের সংখ্যা ৬টি। এরই ফাঁকে নীরবে কাজ করেছেন চট্টগ্রামের লোকভাষা নিয়ে। তারই ফসল চট্টগ্রামী বাংলার অভিধান। পেশাগতভাব তিনি ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড-এ কর্মরত।

Books by Mahbubul Hassan / মাহবুবুল হাসান