Tek Chand Thackoor / টেকচাঁদ ঠাকুর

আলালের ঘরের দুলাল (১৮৫৮) বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলে পরিগণিত। টেকচাঁদ ঠাকুর নামের অন্তরালে আত্মগোপণকারী এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র (১৮১৪-৮৩) ছিলেন হিন্দু কলেজে কৃতবিদ্য ছাত্র, ডিরোজিওর অগ্রগণ্য শিষ্য। ইয়ং বেঙ্গলের আরেকজন সদস্য রাধানাথ সিকদার-সহযোগে ১৮৫৪ থেকে ১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি মাসিক পত্রিকা নামে একটি সাময়িকী প্রকাশ করেন।

পত্রিকায় এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়: এই পত্রিকা সাধারণের বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে, যে ভাষায় আমাদিগের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক। বিজ্ঞ পণ্ডিতেরা পড়িতে চান, পড়িবেন, কিন্তু তাঁহাদিগের নিমিত্তে পত্রিকা লিখিত হয় নাই।

Books by Tek Chand Thackoor / টেকচাঁদ ঠাকুর