Serajul Islam Munir / সিরাজুল ইসলাম মুনির

সিরাজুল ইসলাম মুনির, জন্ম 26 জুলাই 1956, ভূঁইয়া বাড়ি, চর জুবিলি, সুবর্ণচর, নোয়াখালি। শৈশব কৈশোর কেটেছে ফেঞ্চুগঞ্জ ও সিলেট শহরে। দীর্ঘ আট বছর সিলেট ও চট্টগ্রাম রেডিওতে সংবাদ পাঠক হিসেবে কাজ করেন। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক অনুষ্ঠান ‘বই পত্র’র গ্রন্থনা ও উপস্থাপনা করছেন। 1981 সালে দৈনিক গণকণ্ঠে সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ঐ বছরেই পেশা বদল করে সরকারি চাকরিতে যোগদান করেন। আমাদের সৃজনশীল সাহিত্যধারার অন্যতম লেখক সিরাজুল ইসলাম মুনির।

Books by Serajul Islam Munir / সিরাজুল ইসলাম মুনির