Salauddin Gazi / সালাউদ্দিন গাজী

1945 সালের 13 জানুয়ারি চট্টগ্রামের এক সম্ভান্ত পরিবারে জন্ম। পিতা ডাক্তার আব্দুল জব্বার দক্ষিণ চট্টগ্রামের প্রথম মুসলিম এম বি (1928) ডাক্তার। সাত ভাই পাঁচ বোনের মধ্যে পিতার সপ্তম সন্তান। চট্টগ্রাম শহরেই জন্ম এবং লেখাপড়া চট্টগ্রাম মিউনিসিপাল হাইস্কুল এবং চট্টগ্রাম কলেজ, বিজ্ঞানে স্নাতক। ব্যাংকার হিসাবে কর্মজীবন শুরু 1968 সালে ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে যা পরে কিনা পূবালী ব্যাংক নামে পরিচিতি পায়। পরবর্তীতে 1985 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ-এ চলে আসেন এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে অবসর গ্রহণ করেন। ব্যাংকের কার্য উপলক্ষে আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত ও চীন সফর করেন। 2007-8 সালে বিটিআরসি-তে সিনিয়র কনসালটেন্ট ফাইনান্স হিসাবে কর্মরত ছিলেন। অবসর জীবনে ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক হিসাবে 2009 সালে দুবাইতে ব্যাংকিং ও হাইজিংয়ের উপর এবং লন্ডনে স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকিংয়ের উপর সফলভাবে মেলার আয়োজন করেন। সামাজিক জীবনে লায়ন্স ক্লাব, গুলশান অল কমিউনিটি ক্লাব, কুমিল্লা ক্লাব এবং চট্টগ্রাম সমিতি-ঢাকা, জমিয়াতুল ফালাহ চট্টগ্রাম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন সক্রিয় সদস্য।

Books by Salauddin Gazi / সালাউদ্দিন গাজী