S.M. Anowara Begum / এস এম আনোয়ারা বেগম

ড. এস এম আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পিএসসির মাধ্যমে মনোনীত হয়ে ১৯৮৩ সালে শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে যোগদান করে ঝালকাঠি সরকারি কলেজ ও মুন্সিগঞ্জের হরগঙ্গা সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন এবং বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে ‘তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশের সাধারণ নির্বাচন’ শীর্ষক গবেষণার উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ৯নং সেক্টরের মুক্তিযোদ্ধা ও মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য। তিনি স্কুলজীবনে গার্ল গাইডস ও পেশাগত জীবনে রোভার স্কাউটের সাথে সংযুক্ত রয়েছেন। ড. আনোয়ারা ইরানে Strategic Management Course-এ অংশগ্রহণ করেন। এ ছাড়াও তিনি যেসব কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত– ক. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত সহ-সভাপতি; খ. বাংলাদেশ টিচার্স ফেডারেশনের সদস্য; গ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সংস্থার পরিচালক (প্রাক্তন); ঘ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮ সালের বন্যার্তদের জন্য ত্রাণ কমিটির কার্যকরী সদস্য; ঙ. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির (নির্বাচিত) যুগ্ম-সচিব (২০০০-২০০৫); চ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট; ছ. বাংলা একাডেমীর জীবন সদস্য; জ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য; ঝ. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান; ঞ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য।

Books by S.M. Anowara Begum / এস এম আনোয়ারা বেগম