Roushon Ara Akter / রওশন আরা আক্তার

কথাসাহিত্যিক ও গীতিকার রওশন আরা আক্তারের জন্ম 30শে জুন, ফেনী জেলার হাসানপুর গ্রামে, তাঁর মাতুলালয়ে। পৈতৃক নিবাস ফুলগাজী উপজেলার নিলখী গ্রাম। তবে ঢাকা মহানগরীর আলো হাওয়ায় তিনি বেড়ে ওঠেন এবং অদ্যাবধি পেশাগত কর্মে নিয়োজিত আছেন। পিতা মরহুম মকছুদুর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা। মাতা মরহুমা হাসনা জাহান বেগম ছিলেন সুগৃহিণী। সাহিত্যানুরাগী পিতা অল্প বয়স থেকেই কন্যাকে সাহিত্য পাঠে আগ্রহী করে তোলেন। ছোটবেলা থেকেই তাঁর কবিতা এবং গল্প লেখার ঝোঁক ছিল। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক রক্তদিয়ে কেনা লেখার মাধ্যমেই তাঁর সাহিত্যাঙ্গনে পদার্পণ। তিনি তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল থেকে এসএসসি, হলিক্রস কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তাছাড়া বিএড এবং এমএড ডিগ্রিও নেন। পাবলিক সার্ভিস কমিশনের (বিসিএস) প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রধান শিক্ষিকা হিসেবে অধিষ্ঠিত হন। সদস্য: বাংলা একাডেমি, বাংলাদেশ লেখিকা সংঘ, এশিয়াটিক সোসাইটি, চয়ন সাহিত্য ক্লাব। সহ-সভাপতি: কবি সংসদ বাংলাদেশ, গীতিকার ক্লাব ও খেলাঘর, ঢাকা মহানগর। পুরস্কার প্রাপ্তি: সুধীজন সম্মাননা পদক, কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, মানবাধিকার সম্মাননা, কবি খান মুহম্মদ মঈনুদ্দিন সাহিত্য পুরস্কার, বিশ্ব শিশু দিবসে গুণীজন সম্মাননা স্মারক, আন্তর্জাতিক জলঙ্গী উৎসব সম্মাননা, মাদার তেরেসা অ্যাওয়ার্ড-2013, ইত্যাদি।

Books by Roushon Ara Akter / রওশন আরা আক্তার