Mohammad Gholam Rabbani / মোহাম্মদ গোলাম রাব

জন্ম ১৯৩৭। আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৬০ সালে এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে ২০০২ সালে অবসর নেন। মুসলিম ব্যক্তিক আইনের বেশ কিছু সময়োপযোগী ব্যাখ্যা এসেছে তাঁর দেয়া কয়েকটি রায়ে। ফতোয়া-সংক্রান্ত তাঁর দেয়া রায়টি জনস্বার্থে অনেক বড় অর্জন ধরা হয়। রায়টিতে তিনি এই সিদ্ধান্ত দেন যে, আদালত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম আইনের ব্যাখ্যা কিংবা সিদ্ধান্তÑযা ফতোয়া নামে পরিচিত দেয়ার অধিকারী নন।

Books by Mohammad Gholam Rabbani / মোহাম্মদ গোলাম রাব