জন্ম বাংলাদেশের সাথে গণ জাগরণের বছরে, কুমিল্লা শহরের পাশে দিশাবন্দ গ্রামে। মায়ের আদর বোঝার আগেই মাকে হারালেও বড় ভাইয়ের আদর মায়ের অভাব বুঝতে দেয়নি। শৈশব কেটেছে গ্রামে, তাই সীমাহীন মুক্তি আর প্রকৃতি-প্রদত্ত প্রাচুর্যের মধ্যে।
অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে পাশ্চাত্যে কিছুদিন শিক্ষকতা শেষে বর্তমানে দেশে একটি দাতা সংস্থায় কর্মরত। ভালো লাগে রবীন্দ্র সংগীত, জীবনানন্দ দাশের কবিতা আর শীতের দুপুর। খারাপ লাগে মানুষের অহেতুক রূঢ়তা। ব্যক্তি জীবনে এক অমূল্য সোনার কেল্লার অধিকারী, যার অপর তিন স্তম্ভÑসোনামুখী ফারহা, সূর্যমুখী টাপুর এবং চন্দ্রমুখী টুপুর।