Abu Sayed Khan / আবু সাঈদ খান

আবু সাঈদ খান। মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। জন্ম : ১ ফেব্রুয়ারি ১৯৫২। মা : রিজিয়া খান, বাবা : আবদুর রশীদ খান। জন্মস্থান : বিভাগদী, ফরিদপুর। পেশা : সাংবাদিকতা। প্রকাশিত গ্রন্থ : বিকল্প চিন্তা বিকল্প রাজনীতি, উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ, ভাষার লড়াই, মুক্তিযুদ্ধে ফরিদপুর, মুক্তিযুদ্ধের দলিলপত্র : ফরিদপুর (সম্পাদনা), রাজনীতির কালাকাল, স্লোগানে স্লে­াগানে রাজনীতি, জাপানদর্শন, রাজনীতির তিন অধ্যায় এবং দিনবদলের রাজনীতি, প্রশ্নবিদ্ধ রাজনীতি ও সমকালীন সমাজ।

Books by Abu Sayed Khan / আবু সাঈদ খান