Kornei Chukovsky / কর্নেই চুকোভস্কি

কর্নেই চুকোভস্কির প্রকৃত নাম নিকোলা কর্নিচোকভ (১৮৮২-১৯৬৯)। তিনি ছিলেন একজন খ্যাতিমান জার্নালিস্ট, কবি, সমালোচক, অনুবাদক এবং সাহিত্য বিশেষজ্ঞ। শিশুতোষ গল্প ও কবিতার জন্যই তিনি প্রাথমিকভাবে পরিচিত। শিশুদের জন্য গল্প ও কবিতা লেখার আগে পেশায় তিনি ছিলেন সাংবাদিক ও ভাষাবিজ্ঞানী। তিনি ত্রিশের দশকে ব্যাপক সমালোচিত হওয়ার পর (লেনিনের বিধবা স্ত্রী নাদেজদা ক্রুপসিকর নেতৃত্বে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় আরম্ভ হয়) তিনি তাঁর দৃষ্টি অনুবাদের দিকে এবং তাতে বহু ইংলিশ ও আমেরিকান লেখকের লেখার প্রতি রাশিয়ান পাঠকের দৃষ্টি ফেরান। বিশ্বে বিশেষভাবে রাশিয়ায় তাঁর সময়ে যুদ্ধোত্তরকালে তিনি কিংবদন্তিতে পরিণত হন এবং ভিন্ন মতাবলম্বীদের জন্য কর্তৃপক্ষীয় সমর্থন আদায়ে সমর্থ হন।

Books by Kornei Chukovsky / কর্নেই চুকোভস্কি