Image Description

হাদীছ সংকলনের ইতিবৃত্ত

৳350
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 04148
Edition 5th print
Pages 208

রসুল (স.) ইন্তিকাল করেছেন ১১ হি. সালে। কিন্তু আমরা রসুল (স.) এর হাদীছ কী করে পেলাম? তাঁর জীবদ্দশায় কি হাদীছ লিখিত হয়? তাঁর ইন্তিকালের পর সাহাবীগণ কি হাদীছ গ্রন্থ তৈরী করেন? বুখারী শরীফসহ অন্যান্য হাদীছের কিতাবে অন্তর্ভুক্ত হাদীছসমূহ কি ভুলমুক্ত? এ প্রশ্ন মানুষের মনে জাগা স্বাভাবিক। উল্লেখিত প্রশ্নগুলির উত্তরই বইটির মূল প্রতিপাদ্য। রসুল (স.) এর বিশাল হাদীছ ভাণ্ডার কী উপায়ে যাচাই-বাছাই করে ভুলমুক্ত সহীহ হাদীছ গ্রন্থ সংকলন করা হয় এবং এক্ষেত্রে খলীফা হযরত উমর ইবন আবদুল আযীয (র.), ইমাম আবু হানীফা (র.), ইমাম শাফিঈ (র.), ইমাম মালিক (র.), ইমাম আহমদ ইবন হাম্বল (র.) ও সিহাহ সিত্তা বা ছয়টি ছহীহ হাদীছগ্রন্থের সংকলকসহ অন্যান্য যাঁদের বিপুল অবদান রয়েছে তা তুলে ধরা হয়েছে এ গ্রন্থে। এছাড়া তৎকালে মক্কা, মদীনা, ইরাক, মিশর, সিরিয়া ও খোরাসান-এর কোন্ কোন্ স্থানে হাদীছ শিক্ষার মজলিশ চালু ছিল এবং এসব শিক্ষায়তনের উস্তাদ ছিলেন কারা তার ইতিহাস বিবৃত হয়েছে। সেই সাথে রয়েছে হাদীছের পরিচয়, প্রকারভেদ ও জাল হাদীছ সম্পর্কে আলোচনা। এ বই থেকে বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সসহ কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য আহরণ করতে সক্ষম হবেন। একই সাথে হাদীছ বিষয়ে অনুসন্ধানী পাঠকও উপকৃত হবেন।

Ahsan Sayeed / আহসান সাইয়েদ

প্রফেসর আহসান সাইয়েদ (১৯৬৩) বর্তমানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পিএইচ. ডি. করেছেন ‘বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ’ শিরোনামে অভিসন্দর্ভ রচনা করে। বাংলাদেশে যাঁরা হাদীছ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছেন তাঁদের মধ্যে প্রফেসর সাইয়েদ গবেষণা ছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর বিচরণ। মিশরীয় লেখক নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প ও সেরা আরব নাট্যকার তওফীক আল-হাকীমের নাটকের বাংলা অনুবাদ গ্রন্থ তাঁকে এনে দিয়েছে বিরল খ্যাতি। এ যাবৎ প্রকাশিত তাঁর গ্রন্থসমূহের মধ্যে রয়েছে : বাংলাদেশে হাদীছ চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ (গবেষণা), হাদীছ সংকলনের ইতিবৃত্ত (গবেষণা), নোবেল বিজয়ী নাজীব মাহফুজের ছোটগল্প (অনুবাদ), তাওফীক আল-হাকীমের নাটক (অনুবাদ), মাঝরাতে বৃষ্টি (গল্পগ্রন্থ), তিতাসের অট্টহাসি (উপন্যাস), গৃহবধূ পিঞ্জরের পাখি (রম্যরচনা), আপোফিসের স্বপ্ন (গল্পগ্রন্থ)।