Image Description

আল মাহমুদের কবিতার বিষয়-আশয়

৳500
Format Hardcover
Language Bangla
ISBN 979 984 20 0320-2
Edition 1st
Pages 240

আধুনিক বাংলা কবিতার বিস্তৃত ভুবনে এক স্পর্ধিত নাম আল মাহমুদ। আল মাহমুদ আজ কিংবদিন্ততুল্য এক কবি। মৌলিক কবিপ্রতিভার অধিকারী এই কবি ত্রিশোত্তর বাংলা কবিদের মধ্যে শামসুর রাহমানের পাশাপাশি অব্যশ-উচ্চারিত। কেবল উচ্চারিত নয়; প্রতিভায় ও সৃজনশীলতায় একই সমান্তরালে। নারী, প্রেম ও যৌনতা আল মাহমুদের কবিতায় এক অভিন্ন সুরে উপস্থাপিত। লোকজ বিষয়-আশয়কে কীভাবে আধুনিক মাত্রা ও আয়তন দেয়া যায়, তাঁর কবিতার জন্যে অন্তর্জগৎ, কল্পনার জগৎকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন। বস্তুতই আল মাহমুদের কবিতা একই সঙ্গে নারী ও স্বদেশের এক অনুপম সৌকর্যের মিলনও। সাম্যবাদ আল মাহমুদের কবিতায় এসেছে মতবাদ প্রতিষ্ঠার জন্যে নয়; বরং মানুষ ও মানবিকতার আহ্বান নিয়ে। আল মাহমুদের কবিতার ‘ভিতর-বাহির’ নিয়ে কবি, প্রাবন্ধি-গবেষক গাউসুর রহমান লিখেছেন আল মাহমুদের কবিতার বিষয়-আশয়Ñযা আল মাহমুদের কাব্য পাঠের ভূমিকা হিসেবে চিহ্ণিত হতে পারে। এই গ্রন্থটি আল মাহমুদের কাব্যগবেষণার ক্ষেত্রেও পথিকৃতের ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী। গাউসুর রহমান তাঁর সৃজনশীলতা ও মননশীলতা দিয়ে আল মাহমুদের কবিতাকে বিশ্লেষণ করেছেন তুখোড় বিশ্লেষণী ক্ষমতায়, অব্যাহত অনুসন্ধানে। মেধাবী এই গবেষক আল মাহমুদ চর্চার ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছেন।

Gausur Rahman / গাউসুর রহমান

কবি, প্রাবন্ধিক-গবেষক, কলামিস্ট, কথাসাহিত্যিক হিসেবে গাউসুর রহমান স্ব-চিহ্নিত বৈশিষ্ট্যের অধিকারী। কবি হিসেবে তিনি নিজস্ব চড়বঃরপ ফরপঃরড়হ অর্জনের জন্যে সচেষ্ট। নতুন কণ্ঠস্বরের অধিকারী এই কবি প্রাবন্ধিক-গবেষক হিসেবে তুখোড় মেধাবী; তাঁর বিশ্লেষণ অনবদ্য। নজরুল, জসীমউদ্দীন, ফররুখ আহমদ, শামসুর রাহমান সম্পর্কে তাঁর নিজস্ব গ্রন্থ রয়েছে। নজরুল সম্পর্কে তাঁর গ্রন্থের সংখ্যা চার। আরও দুটি প্রকাশের অপেক্ষায়। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ সম্পর্কে দুটি গ্রন্থ যন্ত্রস্থ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ। অ্যাডর্ন প্রকাশিত তাঁর উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হল, জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা ও কবিতার শামসুর রাহমান। অধ্যাপনায় নিয়োজিত গাউসুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ; পরবর্তী সময়ে তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন। পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মান্নান ও সুগৃহিণী মা হোসনে আরা বেগমের জ্যেষ্ঠপুত্র গাউসুর রহমান। স্ত্রী কামরুন নাহার ও পুত্র সুহৃদ রহমানকে নিয়ে ময়মনসিংহ শহরে তিনি বসবাস করেন।