Image Description

তাবলীগ জামায়াত ঈমানী আন্দোলনের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

৳280
Format Paperback
Language Bangla
ISBN 978 984 20 0202-1
Edition 2nd
Pages 208

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে নানা রকম ইসলামী আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছে। এসব আন্দোলনের কোনোটি কোনো অঞ্চল বা দেশ, আবার কোনোটি উপমহাদেশব্যাপী বিস্তারিত হয়েছে। এক্ষেত্রে তাবলীগ জামায়াতই একমাত্র ইসলামী আন্দোলন, যা অঞ্চল, দেশ এবং উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলের জনসভায় বিশ-পঞ্চাশ হাজার লোক জোগাড় করতে যেখানে নেতাকর্মীদের নানা রকম প্রচারণা করতে হয়, সেখানে উল্লেখযোগ্য প্রচারণা ছাড়াই তাবলীগের ঢাকার টঙ্গী বিশ্ব ইজতিমায় ৪০ লক্ষাধিক লোক সমবেত হন। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান নর-নারী তাবলীগী দ্বীনি মেহনতে সম্পৃক্ত থাকলেও এ দেশের প্রতিষ্ঠ সমাজবিজ্ঞানীরা তাবলীগ বিষয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণা করেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ শূন্যতা পূরণে তাবলীগ বিষয়ে গবেষণায় মনোযোগী হয়েছেন। তিনি একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে এ গ্রন্থে তাবলীগী আন্দোলনকে যথাযথভাবে উপস্থাপন ও বিশ্লেষণ করেছেন। যাঁরা তাবলীগ বিষয়ে জানতে-বুঝতে চান, তাবলীগের উৎস, উদ্ভব, ভিত্তি, বিকাশ, কর্মকৌশল, সমালোচনা, তাবলীগে সম্পৃক্ত হবার কারণ, তাবলীগ কর্মীদের চরিত্র ও বিশ্বদৃষ্টি প্রভৃতির সাথে পরিচিত হতে চান, তাঁদের জন্য এ গ্রন্থটি সহায়ক হবে। এ ছাড়া যারা সরাসরি তাবলীগে জড়িত আছেন, তাঁরাও এ গ্রন্থটি পড়লে তাঁদের দ্বীনি মেহনত এবং প্রাসঙ্গিক বিষয়ে অনেক অজানা তথ্যের সন্ধান পাবেন।

Muhammad Yeahia Akhter / মুহাম্মদ ইয়াহ্ইয়া

মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ১৯৮২ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করছেন। তিনি বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএ অনার্স এবং এমএ, কানাডায় ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে দ্বিতীয় এমএ, এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক আখতার মূলত রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে সমাজগবেষণামূলক লেখালেখি করেন। ইংল্যান্ডের অ্যাশগেট পাবলিশিং লিমিটেড থেকে প্রকাশিত তাঁর ইলেকটোরাল করাপশন ইন বাংলাদেশ (২০০১) শীর্ষক গ্রন্থটি যুগপৎ পাশ্চাত্ত্য ও প্রাচ্যের প্রতিষ্ঠ সমাজবিজ্ঞানীদের উষ্ণ সমাদর পেয়েছে। এছাড়া ঢাকা থেকে রাজনৈতিক সংস্কৃতি ও সামাজেকীকরণঃ প্রসঙ্গ বাংলাদেশ (নিবেদন: ১৯৯১), নির্বাচন, দুর্নীতি ও রাজনীতিঃ স্বরূপ বিশ্লেষণ-সংকট উত্তরণ (পরমা: ২০০৩) এবং চারদলীয় জোট সরকারের দেশ শাসন (বাড: ২০০৩) শীর্ষক লেখকের প্রকাশিত গ্রন্থগুলোও বহুল পঠিত হয়েছে। দেশে এবং বিদেশেÑলন্ডন, ভ্যানকুভার, ম্যানিলা, ক্যানবেরা, দিল্লি, রাজস্থান, আলীগর-এর অনেক খ্যাতিমান গবেষণা জার্নালে ড. আখতারের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যাপক আখতারের লেখা দুর্নীতি রোধে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক রিসার্চ মনোগ্রাফ প্রকাশ করেছে। গবেষণামূলক লেখালেখির পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলি ও সমসাময়িক রাজনীতি বিষয়ে পত্র-পত্রিকায় প্রবন্ধ লেখেন। তাঁর লেখা এ ধরনের প্রবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় সাপ্তাহিক ও দৈনিকসমূহে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। সমসাময়িক রাজনীতি, দুর্নীতি, ধর্ম, নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতি প্রভৃতি লেখকের বিশেষ আগ্রহের গবেষণা এলাকা। একাডেমিক কাজের পাশাপাশি ড. আখতার অনেক সামাজিক ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে জড়িত। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সদস্য, রিসার্চ সোসাইটি অব বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব এবং ইয়ুথ ফোরাম ফর ডেমোক্রাসির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা। একাডেমিক উদ্দেশ্যে ড. আখতার কানাডা, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন।