Image Description

দুই বুকে দুই মীন

৳180 ৳225.00
Format Hardcover
Year 2021
Language Bangla
ISBN 978 984 20 0631 9
Edition 1st
Pages 80

ফরিদা ইয়াসমিন সুমির লেখা কাব্যগ্রন্থ দুই বুকে দুই মীন তাঁর হৃদয়ের গভীর আর্তির আবেগে উজ্জ্বল হয়ে উঠেছে। কাব্যের প্রথম কবিতায়ই তিনি তাঁর ইপ্সিত প্রেমিকের সঙ্গে মিলনকামনার তীব্র আবেগ প্রকাশ করেছেন। দুই বুকে দুই মীন মূলত প্রেমের কাব্যই। মীনশিকারী ধীবর যেমন জলের বুকে ছুড়ে দেয় তার হৃদয়জাল- তেমনি সেই জালের মধ্যে কবি মীনকন্যার মতোই ধরা পড়তে চান। গুহাবাসী নয়- প্রেমে নিমজ্জিত হয়ে গৃহবাসী হওয়ার আকাঙ্ক্ষাই তাঁর মধ্যে প্রবল। হৃদয় আবেগের প্রাবল্য ও প্রেমের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই ফরিদা ইয়াসমিন সুমির কাব্যগ্রন্থকে উজ্জ্বল করে তুলেছে। তাঁর প্রকাশভঙ্গি ও শব্দব্যবহারের চমৎকারিত্ব পাঠককে আনন্দ দেবে। প্রেমের কবিতার বাইরেও বেশ কিছু কবিতা রয়েছে এ কাব্যে যা কবির ভাবনা ও মননশীলতায় উজ্জ্বল হয়ে উঠেছে।

Farida Yasmin Shumi / ফরিদা ইয়াসমিন সুমি

ফরিদা ইয়াসমিন সুমি। জন্ম ৪ অক্টোবর, ঢাকায়। বাবা মো. জাকারিয়া, মা মাহমুদা বেগম-এর চার সন্তানের মধ্যে তিনি প্রথম। শৈশব ও কৈশোর কেটেছে স্মৃতিবিজড়িত দুরন্তপনায়, ঢাকা ও চট্টগ্রামে। প্রিয় শহর পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য-ভ‚মি চট্টগ্রাম। স্কুলজীবন থেকেই লেখালেখির প্রতি ভালোবাসার জন্ম। পেশায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সুমি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের স্নাতক। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। অনগ্রসর ও সুবিধা-বঞ্চিত কিশোরী এবং নারীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রজনন-স্বাস্থ্য সচেতনতার উদ্যোগে ‘সেবার প্রয়াস’ ¯েøাগান নিয়ে গড়ে তুলেছেন নিজের সেবামূলক প্রতিষ্ঠান ‘ইচ্ছেডানা’। শিল্পসাহিত্য সুমির প্যাশন। এ জগতের প্রতি প্রচণ্ড আগ্রহ আর দুর্বলতা থেকে ‘লাক্স-আনন্দবিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় অংশ নিয়ে নির্বাচিত হন ‘ফটোসুন্দরী’। স্বচ্ছন্দ পদচারণা ছিল মঞ্চ ও টিভি নাটকে, অংশ নিয়েছেন বিজ্ঞাপনচিত্রে, ভালোবাসেন আবৃত্তি করতে। একুশে বইমেলা ২০১৬-এ বেরিয়েছে প্রথম কাব্যগ্রন্থ তোমায় দেবো নীল পদ্ম, নেবে। নিজের করা আবৃত্তি সংকলনের দুটো সিডি তোমায় দেবো নীল পদ্ম, নেবে ও ভালোবাসার স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে একই সময়ে। কাব্যগ্রন্থের জন্য অর্জন করেছেন ‘বিশাল বাংলা প্রকাশনী সাহিত্য পুরস্কার ২০১৬’ এবং বাংলাদেশ কবিসভার (বাকস) বিশেষ সম্মাননা। কবিতা ও প্রবন্ধের পাশাপাশি চিকিৎসা বিষয়েও নিয়মিত লেখালেখি করেন স্থানীয় ও জাতীয় পত্রিকায়। স্বামী প্রকৌশলী মো. আনোয়ার রানা এবং দুই সন্তান সৃষ্টি এবং পূর্ণকে নিয়ে তাঁর সংসার। Email: dr.shumi34cmc@gmail.com