
বাঙালি হিরো বাঙলার হিরো
গ্রামই বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমি। গ্রাম হলো কৃষিভিত্তিক জনপদে মানুষের ছোট ছোট বসতি। বসবাসরত সম্প্রদায়ের কৃষি, শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, ইতিহাস, সমাজনীতি, ঐতিহ্য ইত্যাদির নানা বাঁকে জড়িয়ে থাকা অসংখ্য ঘটনার স্মৃতিতে ভাস্বর আমাদের এই ভূখণ্ডের ইতিহাস। ইতিহাসের কিছু কিছু ছোট কিন্তু ব্যাপক প্রভাব বিস্তারকারী ঘটনা সম্পর্কে নিজে সম্যক অবহিত থাকা এবং অন্যকে সেসব অবহিতকরণের আগ্রহ থেকেই মূলত এই গ্রন্থনা ও উপস্থাপনা জয়নাল হোসেনের উদ্দেশ্য। এই অঞ্চলে ঘটে যাওয়া ছোট-বড় চমকপ্রদ নানা ঘটনা নিয়ে ইতিহাস চর্চার ধারাবাহিকতায় স্বল্প পরিসরে সম্পাদিত বৃত্তান্ত বর্ণনার মাধ্যমে কৌতূহলী পাঠকের জন্য নতুন আঙ্গিকে এই গ্রন্থ প্রণয়ন করা হয়েছে। অনুসন্ধিৎসু ও কৌতূহলীর দৃষ্টি আকর্ষণী তথ্যবহুল নানা স্বাদের হৃদয়গ্রাহী উপস্থাপনাই প্রণীত বাঙালি হিরো বাঙলার হিরো। প্রকৃতভাবে এই ঐতিহ্যবাহী সংগ্রামী জনপদকে ও জনপদের মানুষকে বুঝতে হবে অতীতে ফিরে গিয়ে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে বারবার ফিরে যেতে হবে অতীত ইতিহাসের কাছে। কারণ তাঁরাই আজকের প্রেক্ষাপট তৈরি করেছেন। তাঁরাই নির্মাণ করেছেন আজকের ও ভবিষ্যতের প্রেক্ষাপট।